শুধুই কি শাহরুখ ম্যাজিক! নাকি অন্য কিছু? Jawan কেন সুপারহিট! রয়েছে এই ৫ কারণ

নিজস্ব প্রতিবেদন : ‘পাঁচ টাকার একটা মশার ধুপ কিনতে মানুষ দশবার ভাবে অথচ একটা পাঁচ বছরের সরকারকে নির্বাচনের সময় মানুষ ভাবে না।’ জওয়ানের এই একটি সংলাপই যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। এই একটি সংলাপই যেন সিনেমাটি দেখার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সাড়ে চার বছর পর কামব্যাক করে প্রথম পাঠান ছবিতে ঝড় তুলেছিল শাহরুখ (Shahrukh Khan)। এবার সে নিজেই তার পাঠান ছবির রেকর্ড ভেঙ্গে দিল জওয়ান সিনেমায়। জানুয়ারি মাসে হিন্দি সিনেমার জগতে পাঠান (Pathaan) প্রথম দিনে ১০৬ কোটি টাকা রোজগার করেছিল যা রেকর্ড। এবার সেই রেকর্ডকে ভেঙে প্রথম দিনেই আন্তর্জাতিক স্তরে জওয়ান ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। আর বক্স অফিসে প্রথম দিনেই ৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে জওয়ান (Jawan)।

Jawan হিট হওয়ার ৫ কারণ : ১) Cast অ্যান্ড Crew : শাহরুখ তো আছেনই কিন্তু জওয়ান সিনেমায় থাকা অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও নিজেদের চরিত্রে নজর কেড়েছেন। নয়নতারা থেকে শুরু করে দীপিকা নিজের, নিজের অংশে তারা দেখিয়ে দিয়েছেন, কেন তারা লেডি সুপারস্টার। বিজয় সেতুপতি আবারও প্রমাণ করেছেন বর্তমান সময়ে খলনায়কের চরিত্রে তার জুড়ি মেলা ভার। এছাড়াও প্রিয়ামানী সহ শাহরুখের লেডি গ্যাং-এর অভিনয় নজর কেড়েছেন পর্দায়।

২) Tight Screenplay : ২ ঘন্টা ৪৬ মিনিটের সিনেমা হলেও আপনাকে এক মুহূর্তও বোর ফিল করাবে না। প্রতিটি মুহূর্ত আপনার কাছে হয়ে উঠবে এন্টারটেইন। মুহূর্তগুলি যেমন আপনার চোখে জল আনবে তেমনি আপনার মন ভরিয়ে দেবে আনন্দে। টুইস্টে ভরা এই চিত্রনাট্য থেকে চোখ সরানো দায়। এক্ষেত্রে বলতেই হয় স্ক্রিন প্লেতে জওয়ান দশে দশ।

৩) বহু অবতারে শাহরুখ : পরিচালক অ্যাটলি জানেন কিভাবে তার সিনেমায় তার নায়ককে ব্যবহার করতে হয়। এই সিনেমায়ও তিনি তার প্রমাণ দিয়েছেন। আপনি যদি খুব বড়ও শাহরুখ ভক্ত হন, তাহলেও হয়তো একই সিনেমায় এত অবতারের আপনি শাহরুখকে কখনো দেখেননি। সিনেমার প্রতি মুহূর্তে শাহরুখের নতুন নতুন অবতার আপনাকে অবাক করবে। কোন শাহরুখকে বেশিক্ষণ স্ক্রিনে দেখবেন সেই নিয়েই দ্বিধায় পড়বে আপনার মন। আর স্বয়ং কিং খানকে নিয়ে তো কিছুই বলার নেই। তার রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরোর এই নতুন অবতার যে ফের একবার ইতিহাস সৃষ্টি করতে চলেছে, তা আর বলার অপেক্ষায় রাখে না। ৫৭ বছরের শাহরুখ আজও সেই ২৭ এর শাহরুখের ন্যায় স্ক্রিনে একইভাবে সাবলীল।

৪) Powerful BGM : সম্প্রতিকালে যে সমস্ত তরুণ সংগীত পরিচালক মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে তার মধ্যে একজন হল অনিরুদ্ধ। তামিল সিনেমায় তার BGM আজ প্রতিটি ইউথের কাছে মোটিভেশনাল সং। তবে ছবি মুক্তির আগে অনিরুদ্ধ-র গানগুলি খুব একটা দাগ কাটতে পারেনি দর্শকের মনে। শঙ্কা ছিল সিনেমার আবহ সঙ্গীতেও কি ব্যর্থ হবেন অনিরুদ্ধ। তবে সিনেমা হলে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কেন শাহরুখ এই বাচ্চা ছেলেটির পেছনে ১০ কোটি টাকা খরচ করেন। প্রতিটি মুহূর্তকে আরও কয়েকশো গুণ দামী করে দেয় অনিরুদ্ধ-র মিউজিক তথা আবহসংগীত।

৫) বার্তা : সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তা হল এই সিনেমার মধ্যে দেওয়া লুকানো কিছু বার্তা। যা প্রশ্নের মুখে দাঁড় করাবে আপনাকেও। তুলে ধরবে সমাজের এমন কিছু কালো সত্য, যা ফের একবার ভাবাবে আপনাকে। বলবে, প্রশ্ন করুন প্রশ্ন, করাটা আপনার অধিকার।

এছাড়াও ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি সহ টেকনিক্যালি দিক থেকে এই সিনেমা যেকোনো বড় মাপের হলিউড সিনেমাকে টেক্কা দিতে পারে। এই সিনেমা আপনাকে ভাবাবে, কাঁদাবে, শেখাবে আবার একই সঙ্গে হাত তালি দিয়ে সিটি মারতেও বাধ্য করবে।