Mosquito Repellent Device: মশা মারার যন্ত্র জ্বালিয়ে শান্তির ঘুম দিচ্ছেন, অলক্ষ্যে বিদ্যুৎ বিল বাড়াচ্ছে না তো

Prosun Kanti Das

Published on:

How energy efficient are mosquito repellents device: রাতের ঘুম সবার কাছেই খুব প্রিয় এবং আরামের। কিন্তু এই ঘুমে যদি ব্যাঘাত ঘটে তাহলে রাগ হওয়াটা স্বাভাবিক। ভাবছেন রাত্রিবেলা আয়েশ করে ঘুমাবেন? কিন্তু মশার কামড়ের জন্য সেই ঘুম আর আসতে চায় না। বেশিরভাগ মানুষ সেই কারণেই মশা মারার ইলেকট্রিক যন্ত্র (Mosquito Repellent Device) ব্যবহার করে থাকেন। রাতের ঘুম ভেঙে যাতে কোনরকম কষ্ট না হয় সেই জন্যই বর্তমানে মানুষ গুডনাইট কিংবা অলআউটের শরণাপন্ন হয়ে থাকে।

ছোট্ট এই ইলেকট্রনিক যন্ত্রটি নিশ্চিন্তভাবে ঘুমোতে সাহায্য করে। যন্ত্রটির দামও খুব বেশি নয় এবং লাগানোতেও কোনরকম ঝক্কি নেই। সেই কারণে ঘরে ঘরেই অলআউট কিংবা গুডনাইট এর ব্যবহার লক্ষ্য করা যায়। ছোট্ট এই ডিভাইসের (Mosquito Repellent Device) ব্যবহার মশার বিরক্তি থেকে মানুষকে মুক্তি দিয়ে থাকে। কিন্তু এই ইলেকট্রনিক ডিভাইসটি কতটা বিদ্যুৎ খরচ করে, কখনো ভেবে দেখেছেন কি?

অলআউট কিংবা গুডনাইট এর মত ছোট্ট ইলেকট্রনিক্স মশা মারার ডিভাইসগুলি (Mosquito Repellent Device) আপনার অজান্তেই হয়তো বাড়িয়ে দিচ্ছে ইলেকট্রিক বিল। তাই মাসের শেষে ইলেকট্রিক বিল দেওয়াতে অসুবিধা হবে না তো? এইসব বিষয়গুলো অনেকের কাছেই অজানা। আজকের প্রতিবেদনে সেই সব অজানা বিষয়গুলো সম্পর্কে জেনে নেব।

রাতে মশারি টানিয়ে এই গরমের মধ্যে ঘুমানোর কথা অনেকেই চিন্তা করতে পারেন না। মশারি টানালেই মনে হয় প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাহলে মশার হাত থেকে বাঁচার উপায় কি? বাধ্য হয়ে তখন মানুষকে শরণাপন্ন হতে হয় গুডনাইট কিংবা অলআউটের মতো ডিভাইসগুলির (Mosquito Repellent Device)। বাজারে মশা মারার যন্ত্রগুলোর চাহিদা যেমন বেশি তেমনই এতে ব্যবহৃত তেলের চাহিদাও প্রচুর। তবে এই ডিভাইসগুলো কতটা বিদ্যুৎ খরচ করছে সে বিষয়ে অনেকেই মাথা ঘামান না।

অনেকেই হয়তো এ বিষয়ে জানেন না যে মশা মারার এই ডিভাইসগুলো আসলে ৫W থেকে ৭W এর হয়ে থাকে। অর্থাৎ একটি এলইডি লাইট যতটা বিদ্যুৎ খরচা করে এটি তারই সমান। এই ধরনের ডিভাইস গুলো খুবই কম পরিমাণে বিদ্যুৎ খরচ করে। আপনি যদি টানা ৮ ঘন্টা একটা ৫W এর অলআউট কিংবা গুড নাইট ব্যবহার করেন তাহলে সর্বসাকুল্যে মোট বিদ্যুৎ খরচ হবে ৪০W। তাহলে এক মাসে খরচ হবে ১২০০W, মানে প্রত্যেক দিন এই ডিভাইসগুলো এক ইউনিট করে বিদ্যুৎ খরচ করছে। বিস্তারিতভাবে হিসাব করলে দেখা যাবে তাহলে প্রত্যেক মাসে আপনাকে গুডনাইট কিংবা অলআউট জ্বালানোর জন্য খরচ করতে হবে ২৪০ টাকা।