Abhishek Banerjee Property: সম্পত্তি নিয়ে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের! জানেন কত টাকার মালিক অভিষেক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একজন নেতা অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee Property) এত টাকার সম্পত্তি কোথা থেকে আসে? ঠিক এই ভাবেই প্রশ্ন তুলতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay)। শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, এর আগেও একই রকম প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল বিচারপতি অমৃতা সিনহাকেও। বিচারপতিদের এমন প্রশ্নের পাশাপাশি রাজ্যের মানুষদের মধ্যেও অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে কৌতূহলের শেষ নেই।

Advertisements

অভিষেক ব্যানার্জীর সম্পত্তি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন প্রশ্ন তোলার মূলে রয়েছে তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহার সুপ্রিম কোর্টের দারস্থ হওয়া। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ১২৪ (৪) ধারা প্রয়োগ করা হয় এমনই আর্জি জানিয়েছেন সুদীপ রাহা। এই বিষয়টি নিয়েই সংবাদমাধ্যমের তরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তখনই অভিষেকের সম্পত্তির হলফনামার বিষয়টি সামনে আসে। এখন প্রশ্ন হল, অভিষেক ব্যানার্জি শেষ দু’বার যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তখন তিনি তার সম্পত্তি সম্পর্কে হলফনামায় কি জানিয়েছিলেন?

Advertisements

২০১৪ সালে অভিষেক ব্যানার্জি জখম প্রথমবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই ইলেকশন কমিশনকে জমা দেওয়া ফলকনামায় জানিয়েছিলেন, তার ইলেকশন অ্যাকাউন্টে ছিল ৩৪ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা। তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অলঙ্কার ইত্যাদি সহ মোট সম্পত্তি ছিল ২৩ লক্ষ ৫৭ হাজার ১৫০.১১ টাকা। তার স্ত্রী রুজিরা ব্যানার্জীর নামে ছিল ৫৪ লক্ষ ৮ হাজার ৪৯৩.১৩ টাকা। তার মেয়ের নামে ছিল ১০ লক্ষ ৯ হাজার ২৯.৬৪ টাকা। কলকাতায় ১৫৮৮ স্কোয়ার ফুট এলাকায় ১১৭৫ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট ছিল তার বলেও জানিয়ে ছিলেন। ২০১৪ সালে যার আনুমানিক বাজার মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। তবে স্ত্রী রুজিরা অথবা মেয়ের নামে কোন এই ধরনের ফ্ল্যাট অথবা জমি জায়গা ছিল না বলেই দাবি করা হয়েছিল।

Advertisements

আরও পড়ুন ? ইডি হাজিরায় বদলে গেল অভিষেকের পোশাকের রং! কেন এবার কালো হল সাদা

পরের লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় তিনি ইলেকশন কমিশনকে নিজের সম্পত্তির যে হিসেব দেখিয়েছিলেন তাতে তিনি উল্লেখ করেছিলেন, তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অলঙ্কার ইত্যাদি সহ মোট সম্পত্তি ছিল ৭১ লক্ষ ৪০ হাজার ৭৩৯.৪৫ টাকা। তার স্ত্রী রুজিরা ব্যানার্জীর নামে ছিল ৩৫ লক্ষ ৫৬ হাজার ৯১৫.৪৮ টাকা। তার মেয়ের নামে ছিল ৩০ লক্ষ ৯৭ হাজার ৬৬৪.৭৪ টাকা। তবে ২০১৪ সালে অভিষেক ব্যানার্জি নিজের নামে যে ফ্ল্যাটটি ছিল বলে ইলেকশন কমিশনকে জানিয়েছিলেন, সেই ফ্ল্যাটের বিষয়টি ২০১৯ সালের হলফনামায় ছিল না।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন নেতা। তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটি হলফনামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন? যদি পারেন তাহলে অন্যান্য নেতাদেরও অনুরোধ রাখবো নিজেদের সম্পত্তির হলফনামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। আমরা সাধারণ মানুষ হিসাবে জানতে চাই কোন নেতার কত টাকা সম্পত্তি এবং সোর্স কি।”

Advertisements