তীব্র গরম পড়তে আর কয়েক দিন বাকি। তারপর আগামী কয়েক মাস ধরে এমনই আবহাওয়া থাকবে। তাই রাতে শুতে গেলে এসি (AC) চালানো এক প্রকার বাধ্যতামূলক হয়ে পড়বে। কিন্তু সারা রাত এসি (AC) চললে তার প্রভাব দেখা যাবে ইলেকট্রিক বিলে। গরম শেষে মোটা টাকার বিল দেখে হকচকিয়ে উঠতে পারেন আপনি। কিন্তু এই গরমে কিভাবে ইলেকট্রিক বিল নিয়ন্ত্রণে রাখবেন টা জানতে পড়ে নিন প্রতিবেদনটি।
এয়ার কন্ডিশনারে একাধিক মোড থাকে। তার মধ্যেই একটি হল অটো মোড (Auto Mode)। কোনও AC-র অটো মোড হল অন্য সব মোডের মিশ্রণ। আপনি যদি আপনার AC-র অটো মোড অন করেন, তাহলে দেখবেন তার মাধ্যমে ড্রাই মোড, হিট মোড এবং কুল মোডও অ্যাক্টিভ হয়ে যায়।
কোনও AC-র অটো মোড স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা অনুযায়ী সেই এয়ার কন্ডিশনারের ফ্যানের গতি এবং তাপমাত্রা সেট করে। কখন কম্প্রেসর ও ফ্যান চালু হবে, কখন বন্ধ হবে, কতক্ষণ তা চলবে, অটো মোড একটা এসি-র ক্ষেত্রে এই সব কিছুই স্বয়ংক্রিয় ভাবে করতে থাকে। তার থেকেও বড় কথা হল AC-র Auto Mode একটা ঘরের মধ্যে ভাল পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।
AC-র অটো মোড ইলেকট্রিসিটি অনেকটাই বাঁচাতে পারে। তার জন্য আপনাকে এসি চালিয়ে আপনার পছন্দসই যে কোনও একটি টেম্পারেচার সেট করতে হবে। তারপর যদি Auto Mode অন করেন, তাহলে আপনার সেট করা সেই একই তাপমাত্রায় এয়ার কন্ডিশনারটি চলতে থাকবে। আর যখনই ঘরের তাপমাত্রা বেশি থাকবে। তখন কম শক্তি কাজে লাগিয়ে এসির অটো মোড আপনার ইলেকট্রিসিটি বিল বাঁচাবে।
উইন্ডো এবং স্প্লিট দুই ধরনের AC-তেই অটো মোড থাকে। হালফিলের প্রায় বেশির ভাগ এসির ক্ষেত্রেই Auto Mode হল তার ডিফল্ট সেটিং। তবে, এয়ার কন্ডিশনারের মেকিং এবং মডেলের উপরে নির্ভর করে যে তাতে অটো মোড থাকবে কি না। সে ক্ষেত্রে কেনার সময় এসিতে অটো মোড আছে কিনা সেটা আপনাকে দেখে কিনতে হবে।