Difference between Blazer and Coat: জানেন কোট আর ব্লেজারের মধ্যে পার্থক্য কী! উত্তর দিতে গিয়ে ডাহা ফেল করেন অধিকাংশরাই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know the basic difference between Blazer and Coat: মানব জীবনে এমন বহু ঘটনা ঘটে যা আমাদের চিন্তাভাবনার অনেক বাইরে। এমনকি প্রতিদিন আমরা কথাবার্তা বলার সময় যেসব শব্দ ব্যবহার করি কিংবা লিখি সেগুলোর সাথে এর আগে কখনোই আমাদের পরিচয় ঘটেনি। সেই অজানা শব্দগুলোর আসল মানে আমরা বের করার কোনদিনও চেষ্টা করি না, বরং শব্দগুলো শুনতে শুনতে আমাদের কান যেন অভ্যস্ত হয়ে যায়। তাই অনেক সময় বেফাঁস কথা বলে ফেলার আশঙ্কাও থাকে। আজকের প্রতিবেদনে আমরা জানবো ব্লেজার আর কোটের পার্থক্য সম্পর্কে (Difference between Blazer and Coat)।

Advertisements

এই দু’টো শব্দের বিস্তারিত বিশ্লেষণ আজকে আমরা জানতে পারবো এই প্রতিবেদন থেকেই। চলুন দেরি না করে শুরু করা যাক আলোচনা। কোট এবং ব্লেজার এই দুই ভিন্ন শব্দের অর্থ প্রায় এক হলেও এক নয়। অথচ, এই দুয়ের ফারাক করতে পারেন না প্রায় ৯৯ শতাংশ মানুষই। শীতকাল হলে যে কোন অনুষ্ঠানে পুরুষরা ব্লেজার কিংবা কোট পরতে বেশি পছন্দ করে এছাড়াও বিভিন্ন অফিসেও পুরুষদের এই পোশাকে দেখা যায়। কিন্তু যখনই দুটোর পার্থক্য (Difference between Blazer and Coat) করতে বলা হবে ভাবতে হবে অনেকেরই।

Advertisements

আপনি যখন কোথাও ভ্রমণ করতে যাবেন অবশ্যই আপনাকে হোটেল, মোটেল, রিসোর্টের মধ্যে পার্থক্য জানতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন আপনি। ঠিক একইরকমভাবে রেল ভ্রমণের সময় বগি আর কোচের পার্থক্য না জানলেও মুশকিল। পোশাকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না অর্থাৎ প্রত্যেকটি পোশাক সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা জরুরি। এমন অনেক পোশাক আছে যাকে আমরা একই রকম মনে করি কিন্তু আদৌ তা একরকম নয়। যেমন ধরুন কোট এবং ব্লেজার (Difference between Blazer and Coat)। ভারতের মতো উষ্ণ ও আর্দ্র দেশে শীতকালেই এই পোশাকটি বেশি ব্যবহার করা হয়। দুটি পোশাকই কিন্তু দেশীয় পোশাক নয়। তাই বেশির ভাগ মানুষই এদুইয়ের পার্থক্য করতে পারেন না।

Advertisements

আরও পড়ুন ? Wellington Street Market: জাঁকিয়ে পড়েছে শীত! মাত্র ৩০০ টাকায় ফ্যাশনেবল সোয়েটার পাওয়া যাচ্ছে কলকাতার এই মার্কেটে

একটি অনলাইন প্ল্যাটফর্ম এ বহু মানুষ প্রশ্ন করেছে কোট এবং ব্লেজারের পার্থক্য (Difference between Blazer and Coat) সম্পর্কে। এই প্রশ্নের উত্তরে বহু ব্যবহারকারী নিজেদের মতো একটি ধারণা ব্যক্ত করার চেষ্টা করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এর মাধ্যমে সামনে উঠে এসেছে। যেমন, কোট এবং ব্লেজারের মধ্যে মৌলিক পার্থক্য হল যে কোট একটি স্যুটের একটি অংশ। অর্থাৎ এর সঙ্গে প্যান্টও থাকে। অন্যদিকে ব্লেজার আলাদা ভাবে কেনা যেতে পারে। যারা ব্যবহার করেন তারা প্যান্ট জিন্সের সঙ্গে মিলিয়ে ব্লেজার পরতে পারবেন। ব্লেজার যেকোনও আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় জায়গায় পরা যেতে পারে। কোট একটি স্যুট হিসেবে গৃহীত হয়। সেক্ষেত্রে অনেক বেশি আনুষ্ঠানিক পরিধান এটি।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণত কোট বা স্যুট গাঢ় রঙের হয়ে থাকে। আবার ব্লেজার যেকোনও রঙের হতে পারে। কোট সাধারণত টেরি এবং উলেন টেক্সটাইলে তৈরি হয়। পাশাপাশি ব্লেজার যেকোনও কাপড়ের হতে পারে, যেমন – লিনেন, কটন বা কাউড্রা।

Advertisements