Mutual Fund Investment: মিউচ্যুয়াল ফান্ডে মোটা মুনাফা লাভের সেরা সময় কোনটি! অনেকেই উল্টোটা জেনে অনেক ভুল করেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

What is the best time for investment in a mutual fund: ভবিষ্যতের সঞ্চয় বৃদ্ধির জন্য অনেকেই বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। তার মধ্যে অন্যতম হলো মিউচ্যুয়াল ফান্ডের SIP প্ল্যান। যেখানে নির্দিষ্ট তারিখে বিনিয়োগ করলে পাওয়া যায় ভালো পরিমান রিটার্ন। তার জন্য রয়েছে বিশেষ সময়। মিউচ্যুয়াল ফান্ডে মোটা টাকা লাভ করার জন্য বিশেষ সময় (Mutual Fund Investment) রয়েছে বিনিয়োগ করার। যা আজকের প্রবন্ধে জানানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

প্রসঙ্গত, গত ৪ই জুন ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের। ফলেই টালমাটাল অবস্থা শেয়ার বাজারের। BSE সেন্সেক্সের সূচক নেমেছে প্রায় ৮%-এ। নিফটি সূচকে ধস প্রায় ১৮০০ পয়েন্ট অর্থাৎ ৮ শতাংশ। যার ফলে ৩১ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন শেয়ার বাজার কারবারীরা। কিন্তু অপরদিকে এই সময়ে মিউচ্যুয়াল ফান্ডের জন্য পৌষ মাস (Mutual Fund Investment)। যা জানাচ্ছে মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞরা। আসুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিন।

Advertisements

আগামী দিনের আর্থিক পরিস্থিতি সচল রাখতে অনেকেই বিভিন্ন লক্ষ্য পূরণের জন্য মিউচ্যুয়াল ফান্ডের এসআইপিতে নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট অর্থ বিনিয়োগ করেন। যা বিনিয়োগ অর্থ বৃদ্ধির সবচেয়ে লাভজনক প্ল্যান হিসেবে পরিচিত। কিন্তু অনেকেই এই স্কিমে অর্থ বিনিয়োগের সেরা সময় বা নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। তাই অর্থ বিনিয়োগের সঠিক সময় সম্পর্কে ধারণা দিয়েছেন অভিজ্ঞ মিউচ্যুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সৈকত মিত্র। কি বলছেন তিনি?

Advertisements

অভিজ্ঞ মিউচ্যুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সৈকত মিত্রের উক্তি, যারা বা যেসব ব্যক্তিরা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের শেয়ার বাজারের উত্থান-পতন নিয়ে চিন্তা করা দরকার নেই। কারণ শেয়ার বাজারের কোটি কোটি টাকার ক্ষতি হলেও মিউচ্যুয়াল ফান্ডের জন্য তা লাভজনক হতে পারে। তাই মিউচ্যুয়াল ফান্ডে নির্ভয়ে বিনিয়োগ করা যেতে পারে। তবে মিউচ্যুয়াল ফান্ড থেকে বেশি প্রফিট পাওয়ার সংযোগ রয়েছে শেয়ার বাজারের সাথে। কিভাবে?

আরও পড়ুন ? BSNL 997 Plan: Jio, Airtel কে টেক্কা! বাজার কাঁপাতে সস্তায় ১৬০ দিনের প্ল্যান নিয়ে এলো BSNL

মিউচ্যুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সৈকত মিত্র জানিয়েছেন, শেয়ার বাজারের নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ NAV-র সাথে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের সংযোগ রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে শেয়ার বাজারের নেট অ্যাসেট ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কমে যায়। আবার অপরদিকে যদি শেয়ার বাজারের ধ্বস নামে তখন মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বৃদ্ধি পায়। ফলে এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে, শেয়ারবাজারে টালমাটাল পরিস্থিতিতেই বেশি ইউনিট সংগ্রহ করা যায় মিউচ্যুয়াল ফান্ড থেকে (Mutual Fund Investment)। তাহলে বোঝা গেল যে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার সেরা সময় কোনটি। তাই দেরি না করে সঠিক সময়ে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে ভবিষ্যতের সঞ্চয় বৃদ্ধি করুন।

Disclaimer: বাংলাXP কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা সংস্থা নয়। উপরিক্ত নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। বাংলাXP কোনোভাবেই কাউকেই বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে না। কোনো খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজেস্ব চিন্তা-ভাবনা, গবেষণা এবং বাজারগত ঝুঁকি নেওয়ার সহনশীলতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisements