Former Name of Digha: বারবার দীঘা যাচ্ছেন, অথচ জানেনই দীঘার পুরনো নাম!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know about the Former Name of Digha: বাঙালি ঘুরতে যাওয়ার কথা ভাবলেই প্রথমেই তাদের মাথায় আসে “দিপুদা”র কথা। অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। তবে পুরী বা দার্জিলিংয়ের তুলনায় দীঘা কলকাতার কাছাকাছিতে অবস্থিত হওয়ায় অল্প সময়ের মধ্যে দীঘা ঘুরে আসা যায়। তাই  দক্ষিণবঙ্গবাসী বাঙ্গালীর কাছে দীঘা একটি অত্যন্ত প্রিয় টুরিস্ট ডেসটিনেশন। যার কারণে শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই যান না কেন দীঘার হোটেলগুলি হাউসফুল, আর বিচ থৈথৈ করছে মানুষে। তবে বাঙ্গালীর এত পছন্দের দীঘার কিন্তু প্রথম থেকেই এই নাম (Former Name of Digha) ছিল না। ব্রিটিশ পরাধীন ভারতে এই এলাকাকে একটি অন্য নামে ডাকা হত। পরাধীন ভারতের সেই নাম থেকে স্বাধীন ভারতের দীঘা হয়ে ওঠার পেছনে রয়েছে এক ঐতিহাসিক কাহিনী।

Advertisements

ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসেমকে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদের নবাব হিসেবে ঘোষণা করে। কিন্তু তার পরেও তার সাম্রাজ্যের একটি অংশ “চাকলা মেদিনীপুর” এর দায়ভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের হাতেই রাখে। আর এই চাকলা মেদিনীপুরের অন্তর্গত সমুদ্র ঘেঁষা এই অঞ্চলটি (Former Name of Digha) পরবর্তীতে দীঘা নামে পরিচিত হয়ে ওঠে।

Advertisements

সেই সময় ওয়ারেন হেস্টিংস এর নজরে পড়ে সমুদ্র সংলগ্ন এই এলাকা। তিনি এখানকার আবহাওয়ায় মুগ্ধ হন। তিনি এই এলাকার নাম দেন “প্রাচ্যের ব্রাইটন”। কলকাতার গরম থেকে বাঁচার জন্য তিনি মাঝে মাঝেই এখানে গিয়ে থাকতে শুরু করেন। এরপরই এই এলাকাকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এরপর তৎকালীন শাসকদের অনেকেই এই এলাকায় এসে বসবাস করেছেন এবং এখানকার আবহাওয়া ও সৌন্দর্যের প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছেন।

Advertisements

আরও পড়ুন ? Digha Jagannath Temple: মূর্তি তৈরি, এবার দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পালা, কবে জানুন

এর বহু বছর পর জন স্মিথ নামে এক ইংরেজ ব্যবসায়ী পর্যটক এই এলাকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে বসবাস করতে শুরু করেন। তার লেখা থেকেই এলাকাটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করে। স্বাধীনতার পর তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে দীঘায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার অনুরোধ করেন।

১৯৫০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের উদ্যোগে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এই এলাকাটি। সমুদ্র সংলগ্ন বিস্তীর্ণ এলাকা হয়ে ওঠে দীঘা। নতুন নামে নতুন রূপে গোটা বাংলা তথা ভারতের কাছে প্রিয় হয়ে ওঠে এলাকাটি। যার আগেকার নাম ছিল বিরকুল (Former Name of Digha)।

Advertisements