Income of Rahul Gandhi: প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বারবার প্রশ্ন তোলা রাহুলের বিদ্যের দৌড় কতদূর! পকেটে রয়েছে কত টাকা!

Prosun Kanti Das

Published on:

Know about the Income of Congress leader Rahul Gandhi: ভারতের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ রাহুল গান্ধী। ভারতীয় রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন ২০০৪ সাল থেকে। ১৯৭০ সালের ১৯শে জুন গান্ধী পরিবারের জন্মগ্রহণ করেন রাহুল গান্ধী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব গান্ধী ও তাঁর স্ত্রী সোনিয়া গান্ধীর একমাত্র পুত্র রাহুল গান্ধী। তাঁর শৈশব কেটেছে দিল্লিতে। সুরক্ষার কারণে প্রথম জীবনে তাকে রাজনীতি থেকে থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করেছিলেন তাঁর পরিবার। কিন্তু বড় হবার সাথে সাথে তিনিও পরিবারের বাকি সদস্যদের মতন রাজনীতিতেই যোগদান করেন। লোকসভা ভোটের জন্য জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে তার শিক্ষা ও রোজগার (Income of Rahul Gandhi) সম্পর্কিত তথ্য।

রাহুল গান্ধী দিল্লি সেন্ট কলম্বাস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এর পরে তাকে দুন স্কুলে ভর্তি করা হয় ১৯৮১ সালে। সেখান থেকে স্কুল জীবন শেষ করে ১৯৮৯ সালে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য প্রথমে ভর্তি হন দিল্লি সেন্ট স্টিফেন্স কলেজে। কিন্তু পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে পড়াকালীন সময় ১৯৯১ সালে তার বাবা ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। এই ঘটনার পর রাহুল গান্ধীর নিরাপত্তা রক্ষা করার জন্য ফ্লোরিটার রোলিন্স কলেজে ভর্তি করা হয় রাউল ভিন্সি ছদ্মনামে। সেখান থেকে তিনি কলা বিভাগে স্নাতক হন ১৯৯৪ সালে। এরপর ১৯৯৫ সালে স্নাতকোত্তর পড়াশোনা সম্পূর্ণ করার জন্য দর্শন নিয়ে ভর্তি হন কেমব্রিজের ট্রিনিটি কলেজে।

এরপর দেশে ফিরে যোগ দেন রাজনীতিতে। ২০০৪ সাল থেকে ২০১৯ সাল অব্দি আমিথির সাংসদ হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ২০০৭ সাল থেকে ২০১৩ সাল অব্দি ভারতের জাতীয় কংগ্রেসের সম্পাদক হবার দায়িত্ব পালন করেছেন। এছাড়া ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন ২০০৭ – ১৭ সাল অব্দি। ২০২৪ এর লোকসভা ভোটেও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন রাহুল গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার লড়াইয়ে তিনিও অন্যতম যোদ্ধা। ২০২৪ এর লোকসভা ভোটে রায়বেরেলিয়ার আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুন ? Most Powerful Indians: দেশের সবচেয়ে ক্ষমতাশালী ভারতীয় মোদি, দেখে নিন কত নম্বরে মমতা, কত নম্বরে রাহুল

নির্বাচন কমিশনারের কাছে জামা পরা হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তির (Income of Rahul Gandhi) মোট পরিমাণ ২০ কোটির বেশি। এর মধ্যে শুধু সোনা আছে ৪.২ লাখ টাকার। হলফ নামায় রাহুল গান্ধী জানিয়েছেন, তাঁর নিজস্ব কোন গাড়ি বা বাড়ি নেই। তাঁর সম্পত্তির বেশিরভাগটাই মূলত শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা রয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন ৩,৮১,৩৩,৫৭২ টাকা। শেয়ার কেনা রয়েছে ৪,৫৫,৬০,৫১৯ টাকার। সোনার বন্ড রয়েছে ১৫,২১,৭৪০ টাকার। এছাড়াও ব্যাংকে গচ্ছিত রয়েছে ২৬,২৫,১৫৭ টাকা। পরিবার সূত্রে তিনি পেয়েছেন ২,১০,১৩,৫৯৮ টাকা।

গুরুগ্রামে রাহুল গান্ধীর নামে দুটি বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট রয়েছে যার বাজার দর ৯.০৫ কোটি টাকা। এছাড়া নিউ দিল্লি, সুলতানপুর, মেহেরাউলি এই তিনটি জায়গা মিলে মোট ৩.৭৭৮ একর চাষের জমি রয়েছে। জমিগুলি অবশ্য রাহুল গান্ধী ও তাঁর একমাত্র বোন প্রিয়াঙ্কা গান্ধীর নামে যৌথ ভাবে রয়েছে। রাহুল গান্ধীর আয়ের (Income of Rahul Gandhi) উৎস হল বন্ডের সুদ, রয়্যালিটি, অ্যাপার্টমেন্টের ভাড়া এবং এমপি হিসেবে সরকারের কাছ থেকে পাওয়া বেতন। ২০২০-21 অর্থবর্ষে তার আয় হয়েছিল ১,৩১,০৪,৯৭০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা কমে দাঁড়ায় ১,০২,৭৮,৬৮০ টাকায়।