৩২ মিটার মাটির নিচে রেল স্টেশন! এবার বুলেট ট্রেনের এই কামাল দেখবে ভারত

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন প্রায় এক কোটি মানুষের ভরসার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন এই বিপুলসংখ্যক যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য রেলের তরফ থেকেও কোনো রকম খামতি রাখা হয় না। প্রতিনিয়ত রেলের তরফ থেকে যাত্রীদের সামনে নতুন নতুন উপহার তুলে ধরা হচ্ছে। নতুন নতুন উপহার তুলে ধরতে গিয়ে দেশের মাটিতে এখন চলছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। নতুন উপহার তুলে ধরতে গিয়ে আগামী দিনে রেল ট্র্যাকে নামতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train)।

ইতিমধ্যেই বুলেট ট্রেন ভারতের মাটিতে চালানোর জন্য রেলের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হচ্ছে। রেলের এই কাজ দেখে অনুমান করা হচ্ছে ২০২৬ অথবা ২০২৭ সালের মধ্যেই ভারতীয়রা বুলেট ট্রেন দেখতে পাবেন। তবে এসবের মধ্যেই রেল বুলেট ট্রেন পরিষেবায় দেশবাসীকে একটি কামাল দেখানোর জন্য জোর কদমে কাজ চালাচ্ছে। সেই কাজটি হল মাটির নিচে বুলেট ট্রেনের স্টেশন।

৪.৮৫ হেক্টর এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে বুলেট ট্রেনের জন্য মাটির নিচে রেল স্টেশনটি। মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অন্যতম নতুনত্ব আসছে এই মাটির নিচে রেল স্টেশনের হাত ধরে। মাটির নিচে এমন বুলেট ট্রেনের রেল স্টেশন তৈরির কাজ চলছে মুম্বাইয়ে। ইতিমধ্যেই এই স্টেশন তৈরির কাজের ১৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।

বুলেট ট্রেনের জন্য মাটির নিচে এমন রেল স্টেশনটি তৈরি করা হচ্ছে মুম্বাইয়ের। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স স্টেশন হতে চলেছে দেশের প্রথম মাটির নিচে থাকা বুলেট ট্রেনের স্টেশন। এই স্টেশনে প্রবেশ করার জন্য পাশের মেট্রো স্টেশন এবং এমটিএনএল ভবনের কাছে দুটি প্রবেশ পথ থাকবে। এই স্টেশনের মধ্য দিয়ে ভারতবাসীরা একেবারেই নতুন যুগের সূচনা দেখতে পাবেন।

মুম্বাইয়ে এই যে রেল স্টেশনটি তৈরি করা হচ্ছে সেটি মাটির নিচে তিন তলা রেলস্টেশন হতে চলেছে। এই স্টেশনের প্ল্যাটফর্ম মাটির নিচ থেকে ২৪ মিটার গভীরে থাকবে। অন্যদিকে যদি স্টেশনের পুরো কাঠামো ধরা হয় তাহলে সেটি মাটি থেকে ৩২ মিটার নিচে। স্বাভাবিকভাবেই মাটির নিচে এমন রেল স্টেশনকে ঘিরে ইতিমধ্যেই দেশের মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল।