বাংলাএক্সপি ডেস্কঃ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হল মুকেশ আম্বানির জিও (Jio)। জিও টেলিকম সংস্থাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোটি কোটি মানুষের মন জয় করে এই টেলিকম সংস্থা এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই টেলিকম সংস্থার পর অর্থাৎ দ্বিতীয় টেলিকম সংস্থা হিসেবে থাকা Airtel-ও অনেকটা নিচে রয়েছে।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও বছরের বিভিন্ন সময় গ্রাহকদের নতুন নতুন অফার দেওয়ার পাশাপাশি নতুন নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে থাকে অথবা বদল এনে থাকে। ঠিক সেই রকমই এবার তাদের তরফ থেকে নতুন IR প্যাক (Jio IR Pack) লঞ্চ করা হলো আর এই নতুন প্যাক সামনে আসতেই মন খুলে কথা বলার সুযোগ করে দিচ্ছে সংস্থা।
জিওর নতুন আইআর প্যাক হলো ইন্টারন্যাশনাল রোমিং প্যাক অর্থাৎ যে সকল গ্রাহকরা বিদেশ ঘুরতে যান তাদের জন্য এই প্ল্যান আনা হয়েছে। গ্রাহকদের জন্য নতুন যে আইআর প্যাক আনা হয়েছে সেই প্যাকের মাধ্যমে শ্রীলঙ্কা, কানাডা, থাইল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইউরোপ ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে গিয়ে ইনকামিংয়ের পাশাপাশি আউটগোয়িং কল, ফ্রি এসএমএস ও ডেটা ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে।
আরও পড়ুন : Reliance Jio: জিও’র মাস্টারস্ট্রোক, মাত্র ৩২৯ টাকায় আনলিমিটেড নেট, কলিং ও ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন!
সংস্থার তরফ থেকে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রিচার্জ প্ল্যান আনার পাশাপাশি ইনফ্লাইট প্যাক এবং ইন্টারন্যাশনাল রোমিং ওয়াইফাই কলিং প্যাক আনা হয়েছে। যেমন ১৫০ টি দেশের থেকেও বেশি দেশে যে রোমিং প্যাকটি সবচেয়ে কার্যকর সেই প্যাকটি হলো ১১০২ টাকা। এটি রিচার্জ করলে গ্রাহকরা ৯৩৩.৯০ টাকার ইন্টারন্যাশনাল রোমিং ইউসেজ পাবেন। এছাড়াও আরও অনেক প্যাক রয়েছে।
১১০২ টাকা রিচার্জ করলে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। বিশ্বের যে কোন দেশ থেকে ইনকামিংয়ের জন্য প্রতি মিনিটে কাটা হবে ১ টাকা এবং ভারতে কল করার জন্য প্রতি মিনিটে কাটা হবে ১ টাকা। জিওর যে কোন নম্বরে ভিডিও কল করার জন্য প্রতি মিনিটে ১ টাকা করে খরচ হবে। ঠিক সেই রকমই ১১০১ টাকারও একটি প্যাক রয়েছে। এছাড়াও রয়েছে ৫৮৯৯, ৪৪৯৯, ২৯৯৯, ৯৯৯ সহ বেশ কিছু টাকার প্যাক।