Most expensive countries: বাড়ি ভাড়া দিতে গিয়েই পকেট ফাঁকা, পৃথিবীর ব্যয়বহুল দেশ কোনটি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know about the most expensive countries in the world: পৃথিবীর বিভিন্ন দেশের জীবনযাত্রা বিভিন্ন রকম। তাই খরচের পরিমাণও একেক জায়গায় একেক রকম হয়ে থাকে। কিন্তু এই বিশ্বে এমন কিছু জায়গা (Most expensive countries) আছে যেখানকার খরচ শুনলে রীতিমতো মাথায় হাত পড়ে যাবে। বেশিরভাগ মানুষই ভাববেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার খরচ সবথেকে বেশি কিন্তু ব্যাপারটি মোটেই এরকম নয়। এখানকার এক একটি জায়গার খরচ একেক রকম। একটি সমীক্ষার মাধ্যমে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশে এসেছে। এই বিষয়ে সমীক্ষা চালিয়েছে GOBankingRates নামের একটি সংস্থা। বিশ্বের সবথেকে খরুচে জায়গাগুলোর যাতায়াতের ভাড়া, বাড়ি ভাড়া এবং দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সত্যি আকাশছোঁয়া। কিন্তু এই তালিকায় প্রথম দশের মধ্যে কোথাও ভারতের নাম নেই।

Advertisements

বিশ্বের অন্যতম ব্যয়বহুল জায়গাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো নরওয়ে এবং মাল্টা (Most expensive countries)। দুটোই ইউরোপ মহাদেশের দুটি দেশ এবং এখানে থাকার খরচ এমন কিছু আহামরি নয়। আপনি যদি নরওয়েতে মাসে ৯০০ ডলার খরচ করেন তাহলেই পাবেন বাড়ি ভাড়া। কিন্তু এখানে যে জিনিসের দাম সব থেকে বেশি সেটি হল মুদিখানার জিনিস। আমেরিকার থেকেও দামে সেখানে ১১ শতাংশ বেশি। আবার অবাক করা ঘটনা হলো ঠিক উল্টো ছবি ধরা পড়ে মাল্টায়। সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আমেরিকার চেয়ে ১০ শতাংশ কম। এই দুটি দেশের নাম তালিকার প্রথম দশের মধ্যে রয়েছে।

Advertisements

যদি খরচের প্রশ্ন ওঠে তাহলে আইসল্যান্ড ও আয়রাল্যান্ড রয়েছে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে (Most expensive countries)। জানলে আশ্চর্য হয়ে যাবেন যে, আইসল্যান্ডে বর্তমানে বাড়িভাড়া প্রতিমাসে প্রায় দেড় হাজার মার্কিন ডলার। আমেরিকার মানুষজন মুদির দোকানের জিনিসের জন্য যে টাকা খরচ করে তার তুলনায় এখানে ২০ শতাংশ বেশি। আয়ারল্যান্ডের ক্ষেত্রে অবশ্য এই সংখ্যাটা মাত্র ১৫ শতাংশ বলে জানা গিয়েছে।

Advertisements

যে সমীক্ষাটি করা হয়েছে তার ভিত্তিতে তালিকার একেবারে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের নাম (Most expensive countries)। বাড়িভাড়া বাবদ দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে প্রতি মাসে কত খরচ হয়? সত্যি যা পকেট ফাঁকা করে দেওয়ার জন্য যথেষ্ট, এখানে প্রতি মাসে বাড়ি ভাড়ার জন্য খরচ হয় তিন হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রা অনুসারে তা প্রায় আড়াই লাখ টাকা। এমনকি জানলে অবাক হয়ে যাবেন যে এখানকার জীবনযাত্রার মান ১৪ শতাংশ বেশি উঁচু আমেরিকার থেকেও। তালিকাতে রয়েছে ইউরোপের আরেকটি দেশের নাম। সেটি হলো সুইজারল্যান্ড। এখানের বাসিন্দাদের আয়ের ৪০ শতাংশ কর হিসাবে দিতে হয়। ভাবাই যায়না যে, নিউ ইয়র্কের চেয়ে এখানকার জীবনযাত্রার মান ১২ শতাংশ উন্নত।

উপরের এই দেশগুলো ছাড়াও সমীক্ষার ভিত্তিতে করা তালিকাতে জায়গা করে নিয়েছে লেবানন, অস্ট্রেলিয়া, ইজরায়েল, নিউ জিল্যান্ড, সাইপ্রাস ও লুক্সেনবার্গ। আপনি যদি ইজরায়েলে বাড়ি ভাড়া নেন তাহলে মাসে দিতে হয় কম-বেশি হাজার ডলার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জীবনযাত্রার খরচ প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমান। প্রসঙ্গত উল্লেখ্য যে, লেবাননের অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। দেশটি ভুগছে এখন আর্থিক সংকটে এমনকি জিনিসপত্রের দামও সেখানে মানুষের হাতের নাগালের বাইরে। টাকার দাম পড়ে যাওয়াতে সেখানকার বাসিন্দাদের খরচের পরিমাণ বেড়েছে এমনটাই উল্লেখ করা হয়েছে সমীক্ষায়।

Advertisements