NBSTC Tour Package: থাকা-খাওয়া-ঘোরা সব মাত্র ২৫০০ টাকায়, নতুন ধরনের জঙ্গল সাফারি করে দেখালো NBSTC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পাহাড়, জঙ্গল, সমুদ্র এসব সব সময় ভ্রমণপিপাসু মানুষদের আকর্ষণ করে থাকে। যে কারণেই ভ্রমণপিপাসু মানুষেরা বছরের বিভিন্ন সময় এসবের টানে বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন। কিন্তু অনেকের আবার ভ্রমণের ইচ্ছে থাকলেও টাকার অভাবে নিজেদের শখ সাধ পূরণ করতে পারেন না। তবে এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এমন এক ট্যুর প্যাকেজ (NBSTC Tour Package) এনেছিল যাতে হয় সাধ্যের মধ্যে সাধ পূরণ।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে নতুন যে ট্যুর প্যাকেজের ঘোষণা করা হয় সেই ট্যুর প্যাকেজের আওতায় ভ্রমণকারী পর্যটকদের মাথাপিছু খরচ হবে মাত্র ২৫০০ টাকা। এই আড়াই হাজার টাকার মধ্যেই ছিল থাকা-খাওয়া থেকে শুরু করে ভ্রমণের খরচ। এই আড়াই হাজার টাকাতেই পর্যটকদের জঙ্গল পাহাড় ঘুরে ফেলা সম্ভব হয়।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে নতুন যে প্যাকেজ অনুযায়ী পর্যটকদের পাহাড় ও জঙ্গলের বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর ব্যবস্থা করা হয় সেটি জলপাইগুড়ি থেকে শুরু হয়ে জঙ্গল ও পাহাড়ের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হয়। গত শনিবার এই প্যাকেজের অধীনে পর্যটকদের জলপাইগুড়ি থেকে দু’দিনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানোর পাশাপাশি লাভার পাহাড়ি পরিবেশে থাকার সুবন্দোবস্ত করা হয়েছিল।

Advertisements

আরও পড়ুন : NBSTC Pujo Package: ৩৫০ টাকায় বাস ভাড়া, দু’বেলা খাওয়া, NBSTC পুজোর জন্য আনল দুর্দান্ত প্যাকেজ

মাথাপিছু আড়াই হাজার টাকার প্যাকেজে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা ছিল। এই প্যাকেজে মোট ২০ জন পর্যটক বৈকন্ঠপুরের জঙ্গল হয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। মধ্যাহ্নভোজনের পর ডেলো হয়ে সন্ধ্যাবেলায় ফের লাভায় ফিরে আসা হয়। এরপর রবিবার গরুমারা জাতীয় উদ্যান ও লাটাগুড়ি জঙ্গল হয়ে জলপাইগুড়িতে ফিরে আসার বন্দোবস্ত করা হয়েছিল।

এত সস্তায় ভ্রমণ সাধারণত পাওয়া যায় না বললেই চলে। তবে এবার এই প্যাকেজ শেষ হয়ে যাওয়ার কারণে অনেকেই ইচ্ছে থাকলেও ওই প্যাকেজের অংশ হতে পারেননি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম হামেশাই এমন নানান ধরনের সস্তায় প্যাকেজ ঘোষণা করে থাকে পর্যটকদের জন্য। এক্ষেত্রে পরবর্তী প্যাকেজের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখতে হবে পর্যটকদের।

Advertisements