Vande Bharat Express: চালু হচ্ছে হাওড়া পাটনা নতুন বন্দে ভারত, ভাড়া কত হবে!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know about new routes and fares of Vande Bharat Express: শীঘ্রই রাজ্য পেতে চলেছে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express)। সূত্রের মারফত জানা গেছে যে, চলতি বছরের অগস্ট মাসেই চালু হবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। নয়া এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকেই পরিষেবা দেবে। এই ট্রেনটির আগে পশ্চিমবঙ্গ থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি ও হাওড়া-পুরী রুটে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে।

Advertisements

সম্প্রতি এই খবরটি প্রকাশ্যে আসে যে, এই রাজ্যে নতুনভাবে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুরু হবে। অগাস্টেই উদ্বোধন হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির (Vande Bharat Express)। কোথা থেকে পরিষেবা দেবে এই ট্রেনটি? নতুন চালু হওয়া এই ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া থেকে বিহারের রাজধানী পটনার মধ্যে যাতায়াত করবে। কলকাতা ও পাটনা শহরের মধ্যে সংযোগস্থাপনকে মজবুত করতেই এই নতুন ট্রেনটি চালু করা হয়েছে।

Advertisements

ভারতীয় রেল এখনো পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express) ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এক অংশ মন্তব্য করেছে, পটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া হতে পারে সম্ভবত ২৬৫০ টাকা। উল্লেখিত ভাড়াটি নেওয়া হবে এসি এক্সেকিউটিভ চেয়ার কারের টিকিটের জন্য। পাশাপাশি, এসি চেয়ার কারে যাত্রীদের ভাড়া দিতে হবে ১৪৫০ টাকা। টিকিটের দামের মধ্যেই যুক্ত করা থাকবে খাবারের দাম।

Advertisements

ভারতীয় রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুরু করার জন্য জোরকদমে কাজ শুরু করে দিয়েছে। তবে এখনও ট্রেনের সময় ও ভাড়া নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি রেল। ট্রেনের ট্র্যাক নিয়েও কাজ করেছে রেল। পটনা, আসানসোল ও হাওড়া অঞ্চলে ট্রেনের ট্র্যাকগুলিকে আরও উন্নত করার দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে।

জানা গেছে যে, পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মোট ৫৩৫ কিমি পথ অতিক্রম করবে। এই পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে ৭ ঘন্টা। এই সময়ের মধ্যে পথটি অতিক্রম করতে গেলে ট্রেনটির গতি হতে হবে ৯০ কিমি থেকে ১১০ কিমির মধ্যে। সবথেকে বড় কথা হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express) ঘণ্টায় ১৬০ কিমি গতিবেগ পর্যন্ত যেতে পারে কিন্তু সুরক্ষার কথা ভেবেই অত গতিবেগে কোনও রুটেই ট্রেনটি চালানো হয় না। নয়া ট্রেনটির স্টপেজ এখনো ঠিক করা হয়নি। এই বিষয়ে ভারতীয় রেল সিদ্ধান্ত নেবে।

Advertisements