Ola electric bike price: এক চার্জে দিঘা! ১৫ আগস্ট আসছে OLA-র নতুন ইলেকট্রিক বাইক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ola’s new electric bike is coming on Independence Day: বর্তমান বাজারে পেট্রোল চালিত স্কুটার কিংবা মোটরসাইকেলের পরিবর্তে বেরিয়ে গেছে ব্যাটারী চালিত বাইক। যা অনেকটাই সাশ্রয়ী এবং পরিবেশ দূষণের হাত থেকে মানব সমাজকে রক্ষা করতে সাহায্য করে। ঠিক সেই সময়ে ওলা মার্কেটে নিয়ে আসলো নতুন চমক। এতদিন এদেশে ওলার ব্যাটারি চালিত স্কুটার সবাই দেখেছে, এবার থেকে দেখবে ব্যাটারি চালিত বাইক। ওলার নতুন বাইক ভারতের বাজারে আসতে চলেছে ১৫ই আগস্ট।এর মূল্য সম্পর্কে আপনার কি কোন ধারনা আছে (Ola electric bike price)?

Advertisements

সংস্থা ভারতের স্বাধীনতা দিবসের দিনে তাদের নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে মার্কেটে। সংস্থার সিইও ভাবিস আগারওয়াল এরই মধ্যে নেট দুনিয়াতে তার কোম্পানির নতুন ইলেকট্রিক বাইকের কিছু ইঙ্গিত প্রকাশ্যে এনেছেন। তবে গ্রাহকদের জন্য সবথেকে বড় জমক হল ওলা ১৫ই আগস্ট এর দিন একটি নয় দুটো নতুন বাইক বাজারে আনতে চলেছে। রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, যদি আপনি ব্যাটারি চালিত বাইকে ফুল চার্জ দেন তাহলে ৩০০ থেকে ৩৫০ কিমি রেঞ্জ মিলতে পারে। এর সব থেকে বেশি আকর্ষণ হল অত্যাধুনিক স্মার্ট ফিচারস। আশা করা যায় এই বাইকের মূল্য মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যে হবে (Ola electric bike price)।

Advertisements

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র ছোটখাট ট্রিপ নয়, লং ট্রিপের জন্য একেবারে তৈরি এই নতুন বাইক। ক্রমশই ভারতের মাটিতে নিজের ভিতকে পাকা করেছে এই সংস্থা। ভারতের মাটিতে স্কুটার-বাইকের সার্ভিসিং এবং গ্রাহকদের জন্য আফটার-সেলস পরিষেবা দিতে ভারতে ৭৫০টি এস্কপিরিয়েন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই সংস্থার হাত ধরে এদেশের বাজারে ইলেকট্রিক বাইকে এক নতুন বিপ্লব আসতে চলেছে (Ola electric bike price)।

Advertisements

রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ভারতে ওলা ইলেকট্রিক বাইকের সম্ভাব্য দাম হতে পারে ২.৫০ লাখ টাকা (Ola electric bike price)। ইতিমধ্যে কোম্পানির যে স্কুটারগুলো বাজারে লঞ্চ করা হয়ে গেছে তার দাম মূলত ১.০৯ লাখ টাকা থেকে ১.৩৯ লাখ টাকা। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, Ola S1 Air স্কুটারের ডেলিভারিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এই সংস্থা। স্কুটারটি ফুল চার্জ দিলে রেঞ্জ হবে ১৬৫ কিমি এবং সর্বোচ্চ গতি হবে ৬৫ কিমি প্রতি ঘণ্টা।

এই সংস্থাটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে আরো পাঁচটি নতুন মোটরসাইকেল লঞ্চ করার কথা। ইতিমধ্যেই তারা নিত্যনতুন স্কুটার এবং মোটরসাইকেল তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই ভারতের বাজারে দেখা যাবে এই নতুন বাইকগুলোকে। এই মুহূর্তে দেশে সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার হল Ola S1। এই স্কুটারের শীর্ষ ভেরিয়েন্ট অর্থাৎ প্রো ভেরিয়েন্ট এ রয়েছে 4 kwh ব্যাটারি। যা ফুল চার্জ দিলে ১৮১ কিমি রেঞ্জ দেয় এবং এর সর্বোচ্চ গতি হতে পারে ১১৬ কিমি প্রতি ঘণ্টা।

Advertisements