নিজস্ব প্রতিবেদন : নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেননা তিনিই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দ্বিতীয় বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার জন্য ডাক পেয়েছেন। সেই ডাক পাওয়ার পর তিন দিনের সফরে প্রধানমন্ত্রী এখন আমেরিকায়। নজির গড়ার পাশাপাশি বিশ্বের সামনে দেশকে তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যেভাবে মার্কিন মুলক কাঁপাচ্ছেন তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তবে এসবের মধ্যে আবার সবচেয়ে আলোচনায় রয়েছে প্রধানমন্ত্রীর রাত্রিবাসের জন্য হোটেল (Modi’s Hotel)।
মার্কিন সফরে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যে হোটেলে রয়েছেন সেই হোটেলে এক রাতের ভাড়া প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা। জানা গিয়েছে, ওই হোটেলে যারা থাকেন তাদের এক রাতের জন্য দিতে হয় ১২ লক্ষ ১৫ হাজার টাকা। খরচ দেখেই বোঝা যায় এই হোটেলে আন্তর্জাতিক মানের সব রকম সুবিধা থাকবে। এই হোটেলটি এতটাই ব্যয়বহুল যে, যদি কেউ ভাবেন সাধারণ থাকার জায়গায় থাকবেন তার জন্যও তাকে একটি বেডের জন্য খরচ করতে হবে অন্ততপক্ষে ৫০ হাজার টাকা।
মার্কিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে হোটেলে রয়েছেন সেই হোটেলটি হল নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউতে অবস্থিত ‘লোটে নিউ ইয়র্ক প্যালেস’ (lotte new york palace hotel)। এই হোটেলটি যেমন প্রাসাদপমো ঠিক সেই রকমই প্রাচীন এবং ঐতিহ্যবাহী। ১৯৮২ সালে তৈরি হওয়া এই হোটেলটি এখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় হোটেল। এই হোটেলটিতে রয়েছে মোট ৫১ টি তল এবং এর উচ্চতা ৫৬৩ ফুট।
আমেরিকার বিখ্যাত এই হোটেলটিতে রয়েছে ৮০০টি ঘর। থাকার জন্য এই সকল ঘরের ক্ষেত্রে আবার রয়েছে দুটি ভাগ। একটি ভাগ হলো প্যালেস এবং অন্যটি হলো টাওয়ার। তবে যেখানেই থাকুন না কেন পকেট থেকে এত টাকা খোঁজ পেয়ে যায় শুনলেই জ্ঞান হারাবেন সাধারণ মানুষ। সেন্ট্রাল পার্ক থেকে হাঁটাপথে অবস্থিত লোটে প্যালেসে কেউ যদি টাওয়ারের পেন্টহাউস স্যুইটে থাকতে চান, সেখানে প্রতি রাতে থাকার খরচ পড়বে ১২ লক্ষ ১৫ হাজার টাকা।
তবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই প্রথম এই হোটেলে থাকছেন এমন নয়। এর আগেও যখন তিনি ২০১৪ এবং ২০১৯ সালে আমেরিকার সফরে গিয়েছিলেন তখনও এই হোটেলটিকেই বেছে নিয়েছিলেন থাকার জন্য। আর এবার এই হোটেলে থাকাকালীনই বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ সাড়েন প্রধানমন্ত্রী। এমনকি এই হোটেলেই বিশ্বের অন্যতম শিল্পপতি এলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি। পাশাপাশি তার অনুরাগীদের মুখোমুখিও হন।