চিন্তা কিসের, ১০ লাখ টাকার ঋণ দিচ্ছে কেন্দ্র, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের নাগরিকদের জন্য সরকারের তরফ থেকে বছরের বিভিন্ন সময় নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। এই সকল পরিকল্পনা সবথেকেই চালু করা হয় নানান ধরনের প্রকল্প (Government Scheme)। যে সকল প্রকল্প মূলত দেশের নাগরিকদের উন্নয়নের কথা মাথায় রেখেই চালু করা হয়। ঠিক সেই রকমই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে স্বল্প সুদে ১০ লক্ষ টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের বহু নাগরিক রয়েছেন যারা ছোটখাটো ব্যবসা করে নিজেদের সংসার চালিয়ে থাকেন। এই সকল ব্যবসায়ীদের কাছে নতুন নতুন পরিকল্পনা থাকলেও তারা তা বাস্তবায়িত করতে পারেন না। মূলত অর্থের অভাবেই তারা তাদের নতুন সব পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ পান না। এই জায়গায় এবার সহযোগিতার হাত বাড়াতে কেন্দ্রের তরফ থেকে আনা হয়েছে প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা (PM Svanidhi Yojana)।

কেন্দ্রের তরফ থেকে এই যে প্রকল্প চালু করা হয়েছে তার সুবিধা পেতে পারেন মূলত হকাররা। অর্থাৎ যারা রাস্তার ধারে সবজি থেকে শুরু করে ফাস্টফুড, জামা কাপড় বিক্রি সহ বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই প্রকল্পের আওতায় যারা উপযুক্ত হিসাবে বিবেচিত হবেন তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। কেন্দ্রের তরফ থেকে দেওয়া এই ঋণের উপর সুদের পরিমাণ খুব কম।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য https://pmsvanidhi.mohua.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং সেখানেই জানিয়ে দেওয়া হবে আবেদনকারী ব্যক্তি এই প্রকল্পের জন্য বিবেচিত কিনা। দেশের প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন। এই প্রকল্পের যারা সুবিধা পেতে চান তাদের কাছে আবশ্যিক ভাবে থাকতে হবে স্থানীয় প্রশাসনের থেকে পাওয়া লাইসেন্স অথবা পরিচয় পত্র।

কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে ঋণ দেওয়া হয় তা এক বছরের মেয়াদের ভিত্তিতে দেওয়া হয়। ঋণ নেওয়া টাকা প্রতি মাসের ভিত্তিতে শোধ করতে হয় ঋণগ্রহীতাদের। যে সকল ব্যবসায়ীরা সঠিক সময়ে নিজেদের ঋণ শোধ করে দেন তারা দ্বিতীয়বারের জন্য ঋণ পাওয়ার সুযোগ পান। এর পাশাপাশি তারা সুদের ক্ষেত্রে ভর্তুকিও পেয়ে থাকেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ব্যবসায়ীরা স্থানীয় পৌরসভার যোগাযোগ করতে পারেন।