নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল ব্যাংক দেশের মানুষদের পরিষেবা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। এই ব্যাংকের কোটি কোটি গ্রাহক দেশের বিভিন্ন কোনায় ছড়িয়ে থাকার কারণে ব্যাংকের তরফ থেকে কোন পরিবর্তন আনা হলেই তা প্রভাব পড়ে ওই সকল গ্রাহকদের উপর। ঠিক সেই রকমই এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি (PNB Notification) জারি করা হয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জারি করা সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একটি ছোট্ট কাজ করার বিষয়ে। ছোট্ট সেই কাজটি করা না হলে গ্রাহকদের অ্যাকাউন্টে নানান ধরনের সমস্যা আসতে পারে। এমনকি গ্রাহকরা আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারে। যে কারণে ব্যাংকের তরফ থেকে ১৯ মার্চের মধ্যে গুরুত্বপূর্ণ ছোট্ট ওই কাজটি করে ফেলার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আসলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের প্রত্যেক গ্রাহকদের আগেই কেওয়াইসি আপডেট করার কথা জানানো হয়েছিল। কেওয়াইসি আপডেট করার জন্য শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। তবে তার পরেও অনেক গ্রাহক রয়েছেন যারা এখনো পর্যন্ত নিজেদের কেওয়াইসি জমা দেননি। এই বিষয়েই ব্যাংকের তরফ থেকে কড়া ভাষায় জানানো হয়েছে, আগামী ১৯ মার্চ ২০২৪ এর মধ্যেই কেওয়াইসি জমা দিতে হবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে প্রত্যেক গ্রাহকের কেওয়াইসি জমা দেওয়া বাধ্যতামূলক। এর আগে যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইন অনুযায়ী যারা কেওয়াইসি জমা দিতে পারেননি তারা ১৯ মার্চ পর্যন্ত সময় পাবেন। কিন্তু তারপরেও যদি জমা না দেওয়া হয় তাহলে অ্যাকাউন্টের উপর নানান প্রভাব পড়বে, এমনকি ফ্রিজ হয়ে যেতেও পারে।
কেওয়াইসি আপডেট করানোর ক্ষেত্রে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরাসরি নিকটবর্তী যে কোন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় যেতে পারেন। আবার শাখায় না গিয়েও কেওয়াইসি করানো যেতে পারে। সেক্ষেত্রে গ্রাহকদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল অ্যাপ অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেওয়াইসি আপডেট করাতে হবে।