Ration Card New Rule: রেশন দোকানে চালু হল নতুন নিয়ম, না জানলে জেনে নিন এখনই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ration Card New Rule: সম্প্রতি রেশন কার্ডের গম, চাল পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু করল সরকার। এই বদলে কতটা লাভবান হবে সাধারণ মানুষ? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। সরকার প্রচলিত এই নয়া নিয়মের ফলে সাধারণ মানুষ কিন্তু চাল আগের তুলনায় কম পাবে। কিন্তু গম আগের থেকে বেশি পাবে এমনটাই জানানো হয়েছে। নয়া নিয়ম কার্যকর হবে ১লা নভেম্বর থেকে। রেশন দোকানে রেশন তুলতে যাওয়ার সময় খেয়াল রাখতে হবে কোন জিনিসটা কম পাচ্ছেন আর কোনটা বেশি।

Advertisements

কেন্দ্রীয় সরকার দেশের জনগণের সুবিধার্থে নানারকমের প্রকল্প চালু করে থাকে। প্রকল্পগুলো জনগণের কল্যাণের জন্যই চালু করা হয় এবং দেশের কোটি কোটি মানুষ এই সুবিধা লাভ করে থাকে। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত নানা প্রকল্প দেশের গরিব এবং অভাবে মানুষদের জন্য হয়ে থাকে। এমন বহু মানুষ আছে যারা দুবেলা পেট ভরে ঠিকমতো খেতে পারে না। তাদের জন্যই চালু করা হয়েছে একাধিক প্রকল্প। রেশনে একেবারে স্বল্প মূল্যে সরকার এই ধরনের মানুষদের খাদ্য সরবরাহ করে থাকে।

Advertisements

আরও পড়ুন: রেশন নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের! স্লিপে লিখতে হবে চাল-গমের ভর্তুকির পরিমাণ

রেশন কার্ড ইস্যু করার প্রধান উদ্দেশ্য হল কম দামে রেশন পাওয়া। দেশের গরীব এবং অভাবে মানুষ যাতে কম দামে রেশন পেতে পারে তার জন্যই এই উদ্যোগ। সরকার চলতি মাসেই রেশনের ক্ষেত্রে আনছে বিরাট পরিবর্তন (Ration Card New Rule)। যাদের রেশন কার্ড আছে তারা এই মাস থেকে কতটা পরিমাণ চাল পাবেন জেনে নিতে হবে। চাল এবং গমের পরিমাণ একই থাকবে না পরিবর্তিত হবে সেটাও জেনে নেওয়া দরকার। ভারত সরকার রেশনকার্ডধারীদের জন্য নভেম্বর মাসেই আনলো নতুন নিয়ম। চাল এবং গমের জন্য নতুন নিয়ম কতটা লাভজনক হবে সাধারণ মানুষের জন্য? আগে রেশন কার্ডে বিভিন্ন পরিমাণ রেশন পাওয়া যেত। আগে চাল দিত ৩ কেজি, গম দিত ২ কেজি। কেন্দ্রীয় সরকার কিন্তু এই চাল এবং গমের পরিমাণে পরিবর্তন এনেছে।

Advertisements

আরও পড়ুন: লক্ষীর ভান্ডার পাবেন না এই মহিলারা, কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

সব রেশন কার্ডধারীদের এই ধরনের কার্ড রয়েছে তারা রেশন কার্ডে ২ কেজির পরিবর্তে ২.৫ কেজি গম এবং ৩ কেজির পরিবর্তে ২.৫ কেজি চাল দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার কিন্তু অন্ত্যোদয় কার্ডে যে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হতো তাতেও পরিবর্তন এনেছে। আগে অবশ্য অন্ত্যোদয় কার্ডে ১৪ কেজি গম এবং ৩০ কেজি চাল দেওয়া হত, এখন ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম দেওয়া হবে। ১লা নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

যদি ১লা ডিসেম্বরের মধ্যে এই কাজগুলো করতে না পারেন তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড। ভারত সরকার অনেক আগেই সমস্ত রেশন কার্ডধারীদের তাদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য একটি নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ই-কেওয়াইসি করার শেষ তারিখ ছিল ১ সেপ্টেম্বর। এমন বহু রেশনকার্ডধারী আছেন যাদের ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি। সরকার এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে এক মাস। মেয়াদ বাড়ানোর সত্ত্বেও ১ নভেম্বর পর্যন্তও অনেক রেশন কার্ডধারীর ই-কেওয়াইসি সম্পূর্ণ করা যায়নি। কেন্দ্রীয় সরকার আবারো ই-কেওয়াইসি করার তারিখ ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত বাড়িয়েছে। ৩১ শে ডিসেম্বরের মধ্যে যদি ই – কেওয়াইসি পূরণ করতে না পারেন তাহলে রেশন কার্ড বাতিল করা হবে।

Advertisements