Train Horns: ট্রেনে বাজানো হয় ভিন্ন ধরনের হর্ন, জানুন বিভিন্ন হর্নের মানে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Train Horns: ভারতবাসীর যাতায়াতের মাধ্যমগুলির মধ্যে অন্যতম বিশেষ মাধ্যম হলো রেলমাধ্যম। ভারতীয়দের লাইফ লাইন বলা হয় রেলমাধ্যমকে। কারণ বহু মানুষ প্রতিদিন এই রেলের উপর ভরসা করেই দূর দূরান্তে কাজের সূত্রে ছুটে চলেন। এছাড়াও কম খরচে আরামদায়কভাবে ভ্রমণের জন্য অনেকে রেলমাধ্যম ব্যবহার করেন। রেলে চড়ার সময় কম-বেশি সকলেই নানাভাবে হর্নের আওয়াজ শুনতে পান। কিন্তু অনেকেই জানেন না কোন হর্ন কি সংকেত বহন করে (Train Horns)। বিপদে সংকেত কোন হর্নের মাধ্যমে বোঝা যায়। তাই আজকের এই প্রতিবেদনে জেনে নিন ট্রেনে বাজানো বিভিন্ন ধরনের হর্নের সংকেত। যা আগামী দিনে ট্রেন সংক্রান্ত যেকোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। চলুন হর্ন বাজানোর আওয়াজ অনুসারে সংকেতগুলি জেনে নেওয়া যাক।

Advertisements
ওয়ান লং হর্ন

ট্রেনে ভ্রমণকালীন সময়ে একটানা অনেকক্ষণ লম্বা হর্নের আওয়াজ শুনতে পাওয়া যায়। এই ধরনের হর্ন (Train Horns) জানান দেয় ট্রেনটি দ্রুত ভাবে চালানো হচ্ছে। গ্যালোপিং লোকাল ট্রেনের ক্ষেত্রেও এই হর্ন শোনা যায়।

Advertisements
ওয়ান শর্ট হর্ন

কিছু কিছু সময় ট্রেনে একবার অল্প সময়ের জন্য হর্ন বাজানো হয়। এধরনের হর্ন সংকেত দেয় ট্রেন কারশেডে যাবে। সাফাইয়ের জন্য ট্রেন ইয়ার্ডে গেলে এই ধরনের হর্ন বাজানো হয়। মূলত হাওড়া, শিয়ালদা বড় বড় স্টেশনগুলিতে ট্রেনের এই হর্ন শুনতে পাওয়া যায়।

Advertisements
টু শর্ট হর্ন

যখন শুনবেন ট্রেন চালক সামান্য সময়ের জন্য পরপর ২টো হর্ন বাজাচ্ছেন তখন বুঝবেন ট্রেনটি সেই জায়গা থেকে ছাড়বে। অর্থাৎ এই ধরনের হর্ন ট্রেন স্টেশন থেকে ছাড়ার সংকেত দেয়।

থ্রি শর্ট হর্ন

বিপদের সংকেত বহন করে থ্রি শর্ট হর্ন। অর্থাৎ ট্রেনে থাকাকালীন সময়ে যখন শুনতে পাবেন ট্রেনে পরপর ৩টি ছোট ছোট হর্ন বাজছে তখন বুঝবেন কোনো বিপদের সংকেত দিচ্ছে ট্রেন চালক।

আরো পড়ুন: রাস্তায় বায়োডেটা হাতে নিয়ে দাঁড়িয়ে তরুণী, তাতে পাত্র চাই লিখে দিলেন জোড়া শর্ত

ফোর শর্ট হর্ন

যখন ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তখন ট্রেনে পরপর ৪টি ছোট ছোট হর্ন (Train Horns) বাজানো হয়। এই হর্ন যাত্রীদের জানান দেয়া হয় ট্রেনে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন আর এগোবে না।

সিক্স শর্ট হর্ন

ট্রেনের বিভিন্ন হর্নের মধ্যে বিশেষ একটি হর্ন হল সিক্স শর্ট হর্ন। অর্থাৎ ট্রেনে যখনই সামান্য সময়ে পরপর ৬টি হর্ন বাজানো হয় তাকে বলা হয় সিক্স শর্ট হর্ন। আর এই হর্ন বড়ো বিপদের জানান দেয় যাত্রীদের। আপৎকালীন পরিস্থিতিতে গার্ড এবং যাত্রীদের সতর্ক করতে ট্রেন চালক এই হর্ন বাজান।

আরো পড়ুন: শীতকাল মানেই লেপ কম্বল গায়ে দেওয়ার দিন, কিন্তু দুইয়ের পার্থক্য জানেন কি

ওয়ান লং ওয়ান শর্ট হর্ন

ট্রেন চালক গার্ডকে নির্দেশ পাঠানোর জন্য ওয়ান লং ওয়ান শর্ট হর্ন বাজান (Train Horns)। অর্থাৎ একবার লম্বা করে বাজিয়ে একবার ছোট করে হর্ন বাজানোকেই বলা হয় ওয়ান লং ওয়ান শর্ট হর্ন। যার মাধ্যমে ট্রেন গার্ড নির্দেশ পেয়ে ট্রেনের ব্রেক পাইপ সিস্টেম চালু করেন। তারপর স্টেশন থেকে ট্রেন ছাড়া হয়।

টু শর্ট ওয়ান লং হর্ন

ট্রেনে কোন বিপদ হলে বা কোনো সমস্যার সম্মুখীন হলে যাত্রীরা ট্রেনের চেন টেনে ধরেন। আর তখনই এই টু শর্ট ওয়ান লং হর্ন বেজে ওঠে। অর্থাৎ পরপর ২টো ছোট হর্ন বেজে লম্বা একটা হর্ন বেজে ওঠে। জানান দেয় ট্রেনে কোনো যাত্রী চেন টানার চেষ্টা করছেন বা গার্ড ভ্যাকুয়াম ব্রেক ব্যবহার করছেন। তাহলে জানা হয়ে গেল ট্রেনের কোন ধরনের হর্ন কি সংকেত বহন করে। যা বিপদ থেকে যেমন সতর্ক করবে তেমন যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইন্টারভিউয়ে এই ধরনের সাধারণ জ্ঞান কাজে লাগতে পারে।

Advertisements