Cricketer who cleared UPSC: ইনি একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি IAS অফিসার! খেলেছেন শচীন সৌরভের সঙ্গেও

Prosun Kanti Das

Published on:

Know about IAS Officers in Indian Cricket: বেশিরভাগ ভারতীয় ক্রিকেটাররা খেলার জন্য নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। কোন ক্রিকেটার স্কুলের গণ্ডি পেরিয়েছেন আবার কেউ কেউ কলেজের মুখ দেখেননি। কিন্তু এর বহু ব্যতিক্রম রয়েছে। ভারতীয় ক্রিকেট টিমে এমন একজন খেলোয়াড় আছেন যিনি স্কুল কলেজের গণ্ডি পার করেও অনেক দূর গেছেন, UPSC পাশ করে তিনি হয়েছেন একজন IAS অফিসার (Cricketer who cleared UPSC)। তিনি কিন্তু ভারতীয় দলের হয়ে খেলার আগেই সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে গিয়েছিলেন।

ভারতের অন্যতম কঠিন পরীক্ষা হলো ইউপিএসসি সিভিল সার্ভিস। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্যি মুখের কথা নয়। একে সাধারণ লোকে বলে IAS পরীক্ষা। প্রতিবছর বহু পরীক্ষার্থী এই ইউপিএসসি পরীক্ষায় বসলেও সাফল্য পায় হতে গোনা কয়েকজন মানুষ। সেই সাফল্যের তালিকায় নাম রয়েছে এই ক্রিকেটারের (Cricketer who cleared UPSC)। এই ক্রিকেটার কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শচীন টেন্ডুলকারের সতীর্থ। এমনকি দেশকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব পর্যন্ত করেছেন তিনি।

এই ভারতীয় ক্রিকেটার যিনি কিনা IAS অফিসার হয়েছিলেন তার নাম হলো অময় খুরাশিয়া (Cricketer who cleared UPSC)। এনার জন্ম হয়েছিল মধ্যপ্রদেশে ১৯৭২ সালে। অময় খুরাশিয়া মাত্র ১৭ বছর বয়সে ডেবিউ করেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে। এই জাতীয় দলের ক্রিকেটার কিন্তু দেশের হয়ে খেলার আগেই অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সফলভাবে। পরীক্ষাতে পাশ করে তিনি সেন্ট্রাল এক্সাইজ এবং কাস্টমস বিভাগে কাজও শুরু করে দেন। তার প্রথম প্রেম ছিল কিন্তু ক্রিকেট। শুধু পড়াশোনাই নয় খেলাধুলা মন দিয়ে করতেন তিনি। অবশেষে ১৯৯৯ সালে তার জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়। প্রথম ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেন খুরাশিয়া।

অময় (Cricketer who cleared UPSC) কিন্তু ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পেপসি কাপে খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি প্রথম ম্যাচে ৪৫ বলে ৫৭ রান করেছিলেন। যেভাবে কেরিয়ারকে সাজাবে ভেবেছিলেন সেটা সম্ভব হয়নি খুরাশিয়া। প্রথম ম্যাচের পর আর তাকে সেভাবে নজর কাড়তে দেখা যায়নি। ভারতীয় ক্রিকেটের সঙ্গে অময় খুরাশিয়ার পথচলা ছিল খুব অল্পদিনের। ১৯৯৯ সালের বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন পর্যন্ত এবং ১২ ম্যাচে রান করেছিলেন ১৪৯।

তবে অময় খুরাশিয়ার ক্রিকেট কেরিয়ার বেশিদিন স্থায়ী হয়নি। অবশেষে পুরনো জীবনই বেছে নেন তিনি। এখন কি করছেন এই ক্রিকেটার? ইন্ডিয়ান কাস্টমস এবং সেন্ট্রাল এক্সাইজ ডিপার্টমেন্টে কাজ করছেন তিনি। আইপিএল তারকা রজত পাতিদার ও আবেশ খানের মেন্টর এবং কোচ হিসাবেও কাজ করেছেন।