Know about the shooting location of Bhulbhulaiyaa: মঞ্জুলিকার সেই দৃশ্যের কথা আশা করি সবারই মনে আছে। সিনেমাটি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। সিনেমাতে সেই অট্টালিকার কথা এখনো চোখ বন্ধ করলেই মনে পড়ে যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সিনেমার কথা আলোচনা করা হচ্ছে, হ্যাঁ ঠিকই ধরেছেন ভুলভুলাইয়া। জানেন কোথায় শুটিং হয়েছিল প্রথম ভুলভুলাইয়ার (Shooting location of Bhoolbhulaiyaa)?
যদি রাজস্থানে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই একটি অফবিট জায়গায় ঘুরে আসতে পারেন। জায়গাটি হল রাজস্থানের চোমু প্যালেস (Shooting location of Bhoolbhulaiyaa)। এই মহলেই শুটিং হয়েছে প্রথম ভুলভুলাইয়ার। ভুলভুলাইয়া বাদেও বোল বচ্চন সিনেমাটির শুটিং হয়েছে এই মহলে। মহলটি কিন্তু ৩০০ বছরেরও বেশি পুরনো। তাহলে মঞ্জুলিকার সাথে দেখা করতে গেলে যেতে হবে এই মহলে।
সিনেমাটির পরিচালনা করেছেন প্রিয়দর্শন, সিনেমাতে দারুন অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং বিদ্যা বালন। তবে এই ব্লকবাস্টার ছবিটির কেন্দ্রে ছিল একটি রাজমহল(Shooting location of Bhoolbhulaiyaa)। মহলের রাজা প্রাচীন এই মহলের ভিতরেই হত্যা করেছিলেন নর্তকী মঞ্জুলিকাকে। যারা ভুলভুলাইয়া দেখেছেন তারা সবাই জানে সেই নর্তকীর ভূত সবাইকে ভয় দেখাত এবং সাথে ছিল সেই রাজমহল। আপনার হঠাৎ করে দেখলে শুটিং এর সেট মনে হলেও আসলে কিন্তু সেটি ছিল একটি রাজমহল। এই রাজমহলের বয়স ৩০০ বছরেরও বেশি।
বলিউডের পরিচালকদের বেশ পছন্দের এই মহলটি। শুধুমাত্র যে “ভুলভুলাইয়া” সিনেমার শুটিং হয়েছে তাই নয়, এখানে শুটিং হয়েছে রোহিত শেট্টি পরিচালিত “বোল বচ্চন” সিনেমার। এই রাজমহলটিতে(Shooting location of Bhoolbhulaiyaa)শুধুমাত্র সিনেমার শুটিং হয় না, এটি ওয়েডিং প্লেস হিসেবে বেশ জনপ্রিয়। মহলটির যেসব জায়গায় সিনেমার শুটিং হয়েছিল ঠিক সেই সেই জায়গা গুলোই ওয়েডিং প্লেস হিসেবে বেশি ব্যবহার করা হয়। বিদ্যা বালানের ব্যবহার করা রুমটি মানুষের কাছে বেশ জনপ্রিয়। অতিথিরা সেই রুমটিকে হানিমুন স্যুট হিসাবে বেশি পছন্দ করেন। বর্তমানে এটি একটি অভিজাত রিসোর্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে।
এই বিলাসবহুল এবং অভিজাত চোমু মহল সাবেকি আদলে তৈরি কিন্তু আধুনিক ছোঁয়া রয়েছে এতে। এই মহলের কর্মীদের ব্যবহার সত্যি খুব ভালো এবং যেকোনো কাজে তারা খুব তৎপর। ১০০০ জন অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা যায় এই মহলে। শুধুমাত্র অনুষ্ঠানের জন্যই নয়, হানিমুন কিংবা অবসানযাপনের জন্য এই মহলটি হল আদর্শ জায়গা। এই মহলের দরবার হলটি খুব বিখ্যাত, যা বর্তমানে ব্যবহৃত হয় রিসোর্ট এর খাবার ঘর হিসাবে। এখানকার খাবার সত্যিই খুব সুস্বাদু। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, রাজস্থানী, মোগলাই এবং গোয়ান খাবার পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকম বিদেশি খাবার যেমন ইটালিয়ান, মেক্সিকান, কন্টিনেন্টাল ডিশ এখানে মেলে। এই মহলের স্টার্টার থেকে ডেজার্ট সবই যেনো অমৃত। এছাড়া পাবেন সম্পূর্ণ জৈন খাবার এবং নিজের স্বাদ মতো রান্নার নির্দেশ দিলে সেটিও পেয়ে যাবেন এখানে। চোমু মহলের দরবারে বসে খাবার খেলে নিজেকে রাজা কিংবা রানি বলে মনে হতেই পারে। কিন্তু এখানকার ভাড়া, খাবারের দাম এবং অন্যান্য পরিষেবার খরচ একেবারে আকাশ ছোঁয়া।