নিজস্ব প্রতিবেদন : শনিবার সকাল থেকেই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে সংবাদমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় শুরু হয়েছে আলোচনা। আলোচনা শুরু হওয়ার মূল কারণ হলো, তার অসুস্থ হয়ে পড়া। শুটিং করার জন্য তিনি সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেললেও আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মিঠুন চক্রবর্তীর ঠিক কি হয়েছে তা নিয়ে সকাল থেকেই অনুগামীদের মধ্যে চরম কৌতুহল। অবশেষে শনিবার সন্ধ্যা বেলায় ওই হাসপাতালের চিকিৎসকদের তরফ থেকে মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানানো হয়, মিঠুন চক্রবর্তী Ischemic Cerebrovascular Accident রোগে আক্রান্ত। তবে এই মুহূর্তে তার সংজ্ঞা রয়েছে এবং তিনি অনেকটাই স্থিতিশীল। প্রশ্ন হল Ischemic Cerebrovascular Accident রোগ আদপে কি?
মিঠুন চক্রবর্তীর যে ধরনের স্ট্রোক হয়েছে তা মূলত দু’রকমের হয়ে থাকে। এক প্রকারের ক্ষেত্রে মাথার ভিতর রক্তক্ষরণ হয়। আর অন্য প্রকারের ক্ষেত্রে ব্লকেজ থাকে। এক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর যেহেতু Ischemic Cerebrovascular Accident হয়েছে তাই রক্তক্ষরণ হয়নি বলেই মনে করছেন চিকিৎসকেরা। যদিও এমআরআই রিপোর্ট না আসা পর্যন্ত পুরোপুরি বলা সম্ভব নয়। এমআরআই রিপোর্ট দেখে বলা যাবে ব্লকেজ দীর্ঘদিনের নাকি হঠাৎ করে হয়েছে।
চিকিৎসকদের ভাষায় TIA বলে একটি শব্দ আছে যার পুরো অর্থ হলো Transient ischemic attack। মিঠুন চক্রবর্তীর এটিও হতে পারে। তবে এমনটা যদি হয়ে থাকে তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না বলেই জানা যাচ্ছে চিকিৎসক মহল সূত্রে। সেক্ষেত্রে ওষুধের উপরই ভরসা রাখতে হয়। এই ধরনের অ্যাটাক হলে রোগীদের অনেকাংশে কথা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং মুখের একটা অংশের বিকৃতি দেখা দিতে পারে।
তবে এই ধরনের ঘটনাতেও কোন অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। এই ধরনের ঘটনায় ফিজিওথেরাপি এবং ওষুধের উপর ভর করে চিকিৎসা চলে। মিঠুন চক্রবর্তী যে রোগে আক্রান্ত অর্থাৎ Ischemic Cerebrovascular Accident, এটিকে আমরা সাধারণ ভাষায় ব্রেন স্ট্রোক বলে থাকি।