ধারে কাছে নেই লক্ষ্মীর ভাণ্ডার! প্রতিমাসে মিলবে ১০০০ টাকা, রাজ্য কাঁপাচ্ছে এই প্রকল্প

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, নাগরিকদের উন্নয়নের জন্য সারা বছর ধরেই কোন না কোন প্রকল্প চালু করে থাকে সরকার। যে সকল সরকারি প্রকল্প প্রতিনিয়ত দেশ এবং রাজ্যের নাগরিকদের নানান সুবিধা দিয়ে থাকে। ২০১১ সালে পশ্চিমবঙ্গে সরকার বদলের পর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) তরফ থেকে সেই রকমই বিভিন্ন প্রকল্প (Government Scheme) আনা হয়েছে নাগরিকদের সুবিধার জন্য।

Advertisements

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বর্তমানে যে সকল প্রকল্প আনা হয়েছে সেই সকল প্রকল্পের মধ্যে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি। তবে এই সকল প্রকল্পকে এবার ভুলিয়ে দিচ্ছে অন্য একটি সরকারি প্রকল্প। যে প্রকল্পটি এবার রীতিমত ঝড় তুলেছে রাজ্যে। সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার ক্যাম্পেও এই প্রকল্পের আবেদনের সংখ্যায় হার মেনেছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীও।

Advertisements

কেনই বা লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্য সাথী প্রকল্পের মতো প্রকল্পকে হার মানাবে না এই প্রকল্প! কেননা এই প্রকল্পের আওতায় থাকা নাগরিকরা পাবেন প্রতিমাসে ১০০০ টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পটির নাম হল সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana)। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? এই প্রকল্পের সুবিধা পেতে হলে কি কি দিতে হবে?

Advertisements

এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য হিসাবে বিবেচিত হবেন ১৮ থেকে ৬০ বছর বয়সীরা। এই প্রকল্প রাজ্যের শ্রমিকদের জন্য অর্থাৎ শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে যারা আবেদন করবেন তাদের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর অন্ততপক্ষে তিন মাস নির্মাণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং আবেদনকারীর স্বাক্ষর প্রয়োজন। আবেদন করার পর সেই আবেদন মঞ্জুর হলে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতা দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রমিক ভাতা প্রকল্পের আওতায়। পরিবহনকর্মীরাও এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন।

Advertisements