অনাহার রোজকার ঘটনা, ভারতের ১০০ টাকা এখানে ২৫০০! জানুন বিশ্বের সবথেকে গরীব দেশ কোনটি

Updated on:

Advertisements

World Poorest Country : আচ্ছা আপনার একটা মাস সচ্ছলভাবে চালাতে ঠিক কতটা খরচ করে বলুন তো? একটা মাস বাদ দিন। প্রত্যেকটা দিন পার করতে ঠিক কতটা বাজেট বরাদ্দ আপনার? একদিন বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে গেলে তো অনায়াসে হাজার টাকা খরচ করা যায়। কিন্তু যদি মাত্র বারোশো টাকায় আপনাকে একটা গোটা মাস চালাতে হয়? সম্ভব? হ্যাঁ এমনটাও সম্ভব। তবে বারোশ টাকায় মাস চালাতে গেলে হাল কেমন হবে, সেই ছবিটা নিশ্চয়ই এতক্ষন চোখের সামনে ভাসছে। এমনই করুন দর্শার মধ্যে দিয়ে দিন গুজরাণ করেন বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের মানুষজন। যাদের মাসিক আয় আপনার হাত খরচেরও হয়তো অর্ধেক বা তিন ভাগের এক ভাগ।

Advertisements

বাংলায় একটা প্রবাদ অতি প্রচলিত, যার যেমন আয়, তার তেমন ব্যয়। বারোশো টাকা আপনার কাছে অতি সামান্য মনে হলেও, এই টাকাতেই একটা গোটা দেশের প্রত্যেকটি পরিবার তাদের জীবন যাপন করছেন। তবে বারোশো টাকা তো গড় আয়। অনেকের মাসিক আয় এর থেকেও কম। তারাও কিন্তু সংসার চালাচ্ছেন। আচ্ছা কোন দেশের কথা বলছি বলুন তো? কারা এত কম খরচে সংসার চালাতে পারে? আপনার কাছে যে মাইনে খুব কম মনে হয়, সেই টাকা পেলে হয়তো তারা নিজেদের রাজা মনে করতে দুবার ভাববেন না।

Advertisements

এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংক, আইএমএফ সহ বেশ কয়েকটি সংস্থার হাত ধরে। আফ্রিকার এই দেশটি বিগত ৬২ বছর ধরে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের তকমা বয়ে চলেছে। যদিও এই দেশের জনসংখ্যা কম নয়। এক কোটি ৬২ লক্ষ মানুষের বসবাস এখানে। আর তথ্যসূত্র বলছে, এখানে মাথাপিছু গড় আয় ১৮০ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ১৫ হাজার টাকার কাছাকাছি। এই টাকা তাদের বার্ষিক আয় অর্থাৎ মাসিক আয় দাঁড়ায় বারোশো টাকার কাছাকাছি।

Advertisements

ভাবছেন আফ্রিকার কোন দেশের কথা বলছি? কথা হচ্ছে আফ্রিকার বুরুন্ডি নামের দেশটিকে নিয়ে। দেশটি সম্পর্কে আলোচনা হয় খুব কমই। কিন্তু বিগত ৬২ বছর ধরে এই দেশটি বিশ্বের সবচেয়ে গরিব দেশের তকমা বয়ে চলেছে। তথ্যসূত্র আরও বলছে, এই দেশে প্রত্যেক তিনজনের মধ্যে একজন কর্মহীন। যদিও বেকারত্বের হার জানা যায় নি। জানা যায়, এই দেশটির বেশিরভাগ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশটির মাটি এতটাই দুর্বল, যে সেখানে ফলন ভাল হয় না। এমনকি দেশে যে ফসল উৎপাদিত হয়, তা দেশের নাগরিকদের জন্যও পর্যাপ্ত নয়।

এখানে এখনও গোটা দেশের মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পান না। মাত্র ৭ শতাংশের কাছাকাছি মানুষের বাড়িতে আছে বিদ্যুতের সংযোগ। এখানকার বেশিরভাগ মানুষ এখনও পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করে না। এদিকে আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক ঘনবসতি পূর্ণ দেশ হিসাবে পরিচিতি রয়েছে বুরুন্ডির। শিক্ষার হার এখানে কম হওয়ায় জন্ম নিয়ন্ত্রণের ব্যবহারেও মানুষের যথেষ্ট উদাসীনতা এখানে দেখতে পাওয়া যায়। এখানে টাকার দামও যথেষ্ট কম। এখানে ১ মার্কিন ডলারের মূল্য় প্রায় ২ হাজার বুরুন্ডিয়ান ফ্যাঙ্কের সমান। ভারতের ১০০ টাকা সেখান প্রায় আড়াই হাজার টাকার কাছাকাছি।

Advertisements