BMW Full Name: সাধারণ জ্ঞানের এমন অনেক প্রশ্ন থাকে যা মানুষের অজানা। এই ধরনের প্রশ্নগুলো যত চর্চা করা হবে ততই সমৃদ্ধ হবে জ্ঞানের ভান্ডার। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্নের গুরুত্ব অনেকটাই বেশি। যদি এই অজানা প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে সহজেই যেকোন চাকরির পরীক্ষায় সফলতা লাভ করা যায়। আজকের এই প্রতিবেদনে এমনই কিছু অজানা তথ্য জানা যাবে।
BMW নামটির সঙ্গে আমরা সকলেই বেশ পরিচিত কিন্তু এই কথাটির পুরো নাম (BMW Full Name) কি তা অনেকেই জানেনা। বহু শিক্ষিত মানুষ একবারে হয়ত এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। BMW প্রথম বিমানের ইঞ্জিন বানানো দিয়ে শুরু করেছিল কাজ। যদিও পরবর্তীকালে তারা মোটরসাইকেল থেকে শুরু করে দামি গাড়ি পর্যন্ত তৈরি করা শুরু করে। যার কাছে BMW গাড়ি আছে তাকে ধনী বলেই মেনে নিতে হবে।
ইতিহাসের পাতা উল্টালে জানতে পারবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে যেসব যুদ্ধযন্ত্র তৈরি হয়েছিল তাতেও সহায়তা করেছিল এই কোম্পানিটি। তার গুরুত্বপূর্ণ অবদানকে অস্বীকার করা যায় না। মিনি কুপার গাড়ির সম্পর্কে আশা করি অনেকেই শুনেছেন। যারা গাড়ি নিয়ে চর্চা করতে ভালোবাসেন তারা ভালোভাবেই জানেন এটি যথেষ্ট জনপ্রিয় একটি গাড়ি। এই মিনি কুপার গাড়িটি হলো BMW (BMW Full Name) কোম্পানির একটি প্রোডাক্ট।
অভিনেতা কার্তিক আরিয়ান এই গাড়িটি চালাতে পছন্দ করেন। যারা BMW গাড়ির (BMW Full Name) ফ্যান তারা কিডনি গ্রিল সম্পর্কে ভালোভাবেই জানেন। গাড়িটির আইকনিক ডিজাইন গাড়ি প্রেমীদের মুগ্ধ করে দেবে। বিলাসবহুল গাড়ি রোলস রয়েস সম্পর্কে সকলেরই কম বেশি ধারণা রয়েছে। গাড়ির গ্যারেজে একটি বিলাসবহুল রোলস রয়েস থাকা মানে সেই ব্যক্তির আবিরত অনেক গুণ বেড়ে যায়। জানেন কি এই বিলাসবহুল গাড়ির মালিকানা রয়েছে BMW এর হাতে।
আরও পড়ুন: বইয়ের সাথে সিগারেট ফ্রি, এমন অদ্ভুত স্টল মিলল বইমেলাতে
বর্তমানে প্রত্যেকটি গাড়ির সংস্থা জ্বালানিচালিত গাড়ির সাথে সাথে ইলেকট্রিক গাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ইলেকট্রিক গাড়ির প্রয়োজন অত্যন্ত বেশি। অন্যান্য সংস্থার মতো BMW এখন প্রবেশ করেছে ইলেকট্রিক গাড়ির বাজারে। কলকাতার বাজারে কিন্তু প্রায়ই চোখে পড়ে এই ইলেকট্রিক BMW। রেসিং গাড়ি তৈরিতে কিন্তু পিছিয়ে নেই এই সংস্থা।
BMW হলো এমন একটি সংস্থা যা সর্বদাই খেয়াল রাখে হাই পারফরমেন্সের উপর। গাড়ির লুকস এবং কমফোর্ট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এই কোম্পানির জন্য। শুধুমাত্র চার চাকা তৈরিতেই থেমে নেই এই সংস্থাটি। BMW এর দুর্দান্ত বাইক রয়েছে যা মার্কেটে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। জার্মান এই কোম্পানিটির ফুল ফর্ম (BMW Full Name) হলো Bayerische Motoren Werke।