Know at a glance about the world’s longest 4 railway routes: ভারতীয় পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ পরিবহন ব্যবস্থা হল ভারতীয় রেল পরিষেবা। এই পরিষেবা যেমন আর্থিকভাবে সাশ্রয়ী, তেমনই মনোরম এর যাত্রাপথ। অনেকে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্যই রেল পরিষেবা গ্রহণ করে থাকেন। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এই পরিষেবা গ্রহণ করেন নিত্য প্রয়োজনের খাতিরে। ছোট, বড় যেকোনো পথ অতিক্রমের জন্য সবার আগে রেল পরিষেবাকেই বেছে নেন ভারতীয়রা। তবে শুধুমাত্র ভারতে নয়, রেল পরিষেবা সারা বিশ্বজুড়ে বিখ্যাত। সারা বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে রেল পরিষেবাকে ব্যবহার করা হয়। জানেন কি বিশ্বের সবচেয়ে লম্বা রেলপথ (Longest Railway Route) কোনটি?
নিত্য প্রয়োজনে প্রতিদিন কয়েক ঘন্টার ট্রেনযাত্রা তো অনেকেই করে থাকেন। বহু মানুষ দূরের পথ অতিক্রম করার জন্য বেছে নেন রেলপথকেই। ১ দিন, ২ দিন বা তার থেকে কিছু সময় বেশি ট্রেনে কাটিয়ে দেওয়ার অভিজ্ঞতা রয়েছে বহু মানুষের। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, আশপাশের গতিশীল জীবন এই কয়েক মুহুর্তের যাত্রাপথের ক্লান্তি কাটিয়ে দিতে পারে অনায়াসেই। কিন্তু যদি একটানা ১ সপ্তাহ ট্রেনে কাটাতে হয়, তাহলে কেমন হবে? বিশ্বে এমন কয়েকটি রেলপথ রয়েছে যা অতিক্রম করতে ট্রেনেই কাটিয়ে দিতে হয় ১ সপ্তাহেরও বেশি সময়। বিশ্বের সবচেয়ে লম্বা ৪টি রেলপথ (Longest Railway Route) সম্পর্কে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
1. সাংহাই-লাসা রুট
চীনের দুটি শিল্প শহর সাংহাই ও লাসাকে একে অপরের সাথে যুক্ত করেছে এই রেলপথ। বিশ্বে তৃতীয় দীর্ঘতম রেলপথ (Longest Railway Route) হিসেবে চিহ্নিত এই রেলপথের দৈর্ঘ্য ৪ হাজার ৩ শ ৭৩ কিলোমিটার। ট্রেনে এই পথটি অতিক্রম করতে সময় লাগে প্রায় ২ দিন। কিন্তু এই রেলপথের দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ২ দিন কখন কেটে যায় বোঝাই যায় না।
2. ডিব্রুগড়-কন্যাকুমারী রুট
ভারতের অন্যতম রাজ্য আসামের একটি শহর ডিব্রুগড়। ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী অব্দি বিস্তৃত এই রেলপথ। এই রেলপথটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম রেলপথ (Longest Railway Route) হিসেবে পরিচিত। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অব্দি বিস্তৃত রেলপথটির দৈর্ঘ্য ৪২৩৭ কিলোমিটার। এই রেলপথে একটি বিশেষ ট্রেন চলাচল করে। যার নাম বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেসে চড়ে এই দীর্ঘ পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ৩ দিন।
আরও পড়ুন ? Howrah Railway Division: দুর্দান্ত রেজাল্ট হাওড়া স্টেশনের! শুনলে আপনিও আনন্দে ধেই ধেই করে নাচবেন
3. সিডনি-পার্থ রুট
সিডনি হল অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান শহর। এই শহরটির সাথে অস্ট্রেলিয়ার আরেক শহর পার্থর সংযোগ ঘটেছে একটি রেলপথের মাধ্যমে। বিশ্বের দীর্ঘতম রেলপথের (Longest Railway Route) তালিকায় এই রেলপথের নাম রয়েছে চতুর্থ স্থানে। এই রেল পথের দৈর্ঘ্য ৪৩৫২ কিলোমিটার। দৈর্ঘ্য কিছুটা কম হলেও এই রেলপথটি পার হতে সময় লাগে একটু বেশি। সিডনি পার্থ রেলপথ পার করতে সময় লাগে প্রায় ৪ দিন।
4. ট্রান্স সাইবেরিয়ান রুট
এবার আসা যাক বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলপথের কথায়। এই রেলপথটির দৈর্ঘ্য ৯২৫৯ কিলোমিটার। ট্রেনে করে সম্পূর্ণ পথটি অতিক্রম করতে সময় লাগে মাত্র ৭ দিন। সবচেয়ে বড় বিষয় হলো, এই পুরো রেল পথটিতে রয়েছে বরফের সমাহার। বছরের যে কোন সময় এই রেলপথে বরফের দেখা মিলবেই। রাশিয়ার রাজধানী মস্কোর সাথে ভ্লাদিভোস্টকের সংযোগ ঘটিয়েছে এই দীর্ঘ রেলপথটি।