Jio 355 Recharge Plan: চাপে পড়ে বাপ বাপ, ৩৫৫ টাকার বিশেষ সুবিধার নতুন রিচার্জ প্ল্যান আনলো জিও

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাপ বাড়বে এমনটা আগে থেকেই টের পাওয়া গিয়েছিল। আসলে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও (Jio) সম্প্রতি প্রথম তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। জিও এমন সিদ্ধান্ত নেওয়ার পর অন্য দুই বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল এবং ভিআই-ও ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ঘোষণা করে। গত ৩ জুলাই থেকে নতুন ট্যারিফ প্ল্যান কার্যকর হয়েছে ঘোষণা অনুযায়ী।

Advertisements

জিও তাদের ট্যারিফ প্ল্যান ১২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। এক ধাক্কায় এতটা মোবাইল খরচ বিক্রি হওয়ার ফলে স্বাভাবিকভাবেই যে সকল মোবাইল ব্যবহারকারীরা রয়েছেন তাদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বহু গ্রাহক রয়েছেন যারা জিও ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এ নিজেদের নম্বর পোর্ট করছেন।

Advertisements

পরিসংখ্যান বলছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর সিম কার্ড বিক্রি ৬০০ থেকে ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার সবচেয়ে বেশি সিম কার্ড বিক্রি হচ্ছে মূলত অন্য নেটওয়ার্ক থেকে বিএসএনএল-এ আসার জন্য। অর্থাৎ অন্য নেটওয়ার্ক থেকে পোর্ট আউট করে বহু গ্রাহক পোর্ট ইন করছেন বিএসএনএল-এ। এই সকল গ্রাহকদের মধ্যে জিওর গ্রাহক সংখ্যাও অনেক রয়েছে। স্বাভাবিকভাবেই জিওর মত দেশের বৃহত্তম টেলিকম সংস্থার চাপ বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক।

Advertisements

আরও পড়ুন ? Jio 349 Plan Facilities: দাম বাড়িয়ে চরম চাপে জিও! শেষমেষ ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানে জুড়লো নতুন সুবিধা

কাতারে কাতারে গ্রাহকরা যখন জিও নেটওয়ার্ক ছেড়ে বিএসএনএল-এর মত নেটওয়ার্কের নাম দেখাচ্ছেন সেই সময় পরিস্থিতির বেগতিক বুঝে জিও বেশ কিছু রিচার্জ প্ল্যানের সঙ্গে নতুন নতুন সুবিধা জুড়ে দিচ্ছে। এসবের মধ্যেই দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে জিও একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যে রিচার্জ প্ল্যানটির দাম হল ৩৫৫ টাকা (Jio 355 Recharge Plan)। এই রিচার্জ প্ল্যানটিতে বিশেষ এক সুবিধা রয়েছে, যা অন্য কোন রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে নেই।

৩৫৫ টাকার রিচার্জ প্ল্যানটিতে জিও গ্রাহকরা ৩০ দিন ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমা সাবস্ক্রিপশন। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে পাওয়া যাবে ২৫ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানটিতে যে ডেটা পাওয়া যাবে তা ব্যবহার করার জন্য কোনরকম দৈনিক লিমিট নেই। অর্থাৎ অন্যান্য রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে যেমন প্রতিদিন ১ জিবি, ১.৫ জিবি, ২ জিবি ডেটা ব্যবহারের কোটা থাকে তা এই রিচার্জ প্ল্যানটিতে নেই। এক্ষেত্রে কোনো গ্রাহক চাইলে একঘন্টা বা একদিনেই ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারেন অথবা ওই ডেটা সারা মাস ধরে ব্যবহার করতে পারেন।

Advertisements