PM Svanidhi Yojana: কেন্দ্র সরকারের দুর্দান্ত প্রকল্প, সহজেই মিলবে ৫০ হাজার টাকার ঋণ, সঙ্গে ৩৫০০ টাকা ছাড়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের নাগরিকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে। ঠিক সেই রকমই রাস্তায় যে সকল ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে। যে প্রকল্পের মধ্য দিয়ে তাদের আর্থিকভাবে সাহায্য করা হয়। কেন্দ্র সরকারের এই প্রকল্পটির নাম হল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana)।

Advertisements

মূলত যারা স্ট্রিট ভেন্ডার হিসাবে ব্যবসা শুরু করতে চান অথচ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই, আবার এই পেশার সঙ্গে যুক্ত যারা আর্থিকভাবে অস্বচ্ছলতার কারণে ব্যবসা বৃদ্ধি করতে পারছেন না তাদের জন্য কেন্দ্র সরকার এমন প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। যদি ঋণ শোধের মেয়াদের আগেই টাকা শোধ করে দেওয়া হয় তাহলে ৭% ভর্তুকি পাওয়া যায়। এক্ষেত্রে ৫০ হাজার টাকায় ৩৫০০ টাকা পর্যন্ত ভর্তুকি মিলতে পারে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২০ সালের একজন এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এই প্রকল্পে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হলেও কিন্তু প্রথম ধাপেই ৫০ হাজার টাকা দেওয়া হয় না। এই প্রকল্পের আওতায় ঋণ পাওয়ার জন্য প্রথমে ঋণগ্রহীতাদের ১০ হাজার টাকা, সেই টাকা শোধ হওয়ার পর যাওয়া হয় ২০ হাজার টাকা, আবার ২০ হাজার টাকা শোধ করলেই ৫০০০০ টাকার জন্য ওই ঋণগ্রহীতা বিবেচিত হয়ে থাকেন। যে টাকা ঋণ হিসাবে নেওয়া হয় তা ১২ মাসের মধ্যে শোধ করতে হয় ঋণগ্রহীতাদের।

Advertisements

আরও পড়ুন ? Teacher: ১ টাকার ডাক্তার অতীত! এবার পরিচয় করুন ১ টাকার মাস্টারমশাইয়ের সঙ্গে

সহজেই এই প্রকল্পের আওতায় ঋণ পাওয়ার জন্য আবেদনকারীদের https://www.pmsvanidhi.mohua.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে থাকা Apply Loan 10k অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবেদনকারীকে পরবর্তী একটি পেজে নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে মোবাইল নম্বর দিতে হবে এবং তার সঙ্গে ওয়েবসাইটে থাকা ক্যাপচা কোড দিয়ে ওটিপির জন্য অনুরোধ করতে হবে।

অনুরোধ করার পর আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যে ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করতে হবে। পরবর্তী যে পেজ রয়েছে সেখানে জানাতে হবে আপনি কোন ধরনের স্ট্রিট ভেন্ডার। মূলত সেখানে তিনটি ক্যাটাগরি দেওয়া হয়েছে তার মধ্যে থেকে একটি আপনাকে বেছে নিতে হবে। এরপর ধাপে ধাপে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে অন্যান্য জরুরী বিষয়গুলি আপলোড ও তথ্য হিসাবে দিতে হবে। এই পদ্ধতিতেই আপনি বাড়িতে বসেই ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়ার সুযোগ পেতে পারেন।

Advertisements