Bengali meaning of Picnic: পিকনিক করতে যাচ্ছেন, কিন্তু এর বাংলা কী! বলতে গিয়ে অনেকেই পুরো ফেলড

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know the Bengali meaning of Picnic: এই শীতকাল হলো পিকনিক করার জন্য আদর্শ সময়। এমনিতেই বাঙালির মন বারো মাসই আনচান করতে থাকে ঘুরতে যাওয়ার জন্য। তার মধ্যে যদি হয় শীতকাল তাহলে তোর সোনায় সোহাগা। বন্ধু-বান্ধবদের সাথে কিংবা পরিবারের সদস্যদের সাথে কাছে পিঠে পিকনিক করায় যেতে পারে। পিকনিক নিয়ে বাঙালির আবেগ চিরকালের। গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষ শীতকালে বেরিয়ে পড়ে পিকনিক করার জন্য। কাছে কিংবা দূরে সময় কাটানোর সুযোগ কেউ হাতছাড়া করতে চায়না। কিন্তু এই শব্দটির বাংলা অর্থ (Bengali meaning of Picnic) আপনি কি আদৌ জানেন?

Advertisements

বছর শেষে শীতকাল আসলেই পিকনিকের কথা আমাদের মনে পড়ে। শীতকালেই কিন্তু পিকনিকের বেশি চল আমাদের চোখে পড়ে। কলকাতা-সহ জেলায় এমন প্রচুর পিকনিক স্পট রয়েছে। অন্যান্য জাতির তুলনায় বাঙালির মধ্যে এর উন্মাদনা সব থেকে বেশি। পিকনিক শব্দটির সঙ্গে সবাই পরিচিত কিন্তু অনেকেই এর সঠিক বাংলা অর্থ জানেন না(Bengali meaning of Picnic)।

Advertisements

কি বলছে উইকিপিডিয়া? ১৮০০ সাল থেকে পিকনিক শব্দটির চল অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যদিও তার আগের থেকেই পিকনিকের মতো আয়োজন করা হত। প্রাচীনকালে পিকনিক ব্যাপারটি ইউরোপের ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকতো। ধনীব্যক্তিরা সঙ্গীদের সঙ্গে খাবার নিয়ে বন কিংবা নদীর ধারে আয়োজন, নাচাগানা করতেন। কিন্তু এখন তা জাতি -ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাও কি মানুষ এর বাংলা অর্থটি (Bengali meaning of Picnic) সম্পর্কে সঠিকভাবে জানে?

Advertisements

আরও পড়ুন ? Millennium Science Park: খরচ মাত্র ৩৫ টাকা! পিকনিকের মরশুমে ঘুরে আসুন হাতের কাছে থাকা এই সায়েন্স পার্ক

সেইসময় এই ইংরেজির অক্ষর PICNIC অবশ্য ছিল না। উইকিপিডিয়ার মতে, প্রাচীনকালে ফ্রেঞ্চ শব্দ অনুযায়ী pique-nique থেকেই PICNIC শব্দের উৎপত্তি হয়েছে। শুধু ভারতে নয় গোটা বিশ্বেই PICNIC শব্দ ব্যবহার করা হয়। বাংলায় এই পিকনিক শব্দের বিশেষ অর্থ (Bengali meaning of Picnic) রয়েছে। পিকনিক করতে ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

পিকনিক শব্দের বাংলা অর্থ হয়তো আমাদের সকলের জানা তবু হট করে মনে আসেনা, তা হলো বনভোজন, চঁড়ুইভাতি। সাধারণত এই শব্দগুলিই পিকনিক শব্দের বাংলা হিসাবে ব্যবহার করা হয়। বাংলা অর্থ থাকলেও, পিকনিক শব্দটির চল বর্তমানে এতটাই বেড়ে গেছে যে আমরা সেই শব্দটাই বেশি জানি। তাই বাংলা সমার্থক শব্দের থেকে পিকনিক শব্দটি বেশি জনপ্রিয় হয়েছে।

Advertisements