বাংলাএক্সপি ডেস্কঃ আরজি কর কান্ডের পর যে সকল পুলিশ অধিকারীরা সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তাদের মধ্যে একজন হলেন আইপিএস ইন্দিরা মুখার্জি (IPS Indira Mukherjee)। বর্তমানে এই পুলিশ আধিকারিক কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে রয়েছেন। ইন্দিরা মুখার্জিকে সম্প্রতি আরজি কান্ডের পর একাধিকবার সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে। তবে একাধিকবার সাংবাদিক বৈঠক করে তিনি সাধারণ নাগরিকদের কোপের মুখেও পড়েছেন।
রাজভবনে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল এবং যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে জায়গা পেয়েছিলেন ইন্দিরা মুখার্জি। এমন ঘটনার পর রাজ্যপাল তার বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশও জানিয়েছিলেন। তবে সম্প্রতি আবার তিনি পুলিশ মেডেলে ভূষিত হয়েছেন। স্বাভাবিকভাবেই এমন একজন পুলিশ আধিকারিককে নিয়ে সাধারণ মানুষদের অনেক জিজ্ঞাসা।
ইন্দিরা মুখার্জী কলকাতায় পড়াশোনা করার পাশাপাশি ভুটানে পড়াশোনা করেছিলেন। ১৯৮৫ সালের ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করা ইন্দিরা মুখার্জী প্রথমে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। চাকরি পেয়েছিলেন TCS-এও। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট কোর্স করেন। পরে ২০১৩ সালের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের ব্যাচ থেকে তিনি আইপিএস অফিসার হন।
আরও পড়ুন : New Railway Line: খরচ ৫৭ কোটি টাকা, নতুন রেল লাইন তৈরির কাজ শুরুর প্রস্তুতি
ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে তিনি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুতি নিয়েছিলেন বলে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন। ইউপিএসসির মেইনসে অপশনাল বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস লিখেছিলেন তিনি। পরবর্তীতে আইপিএস অফিসার হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তিনি সামলাচ্ছেন।
ইন্দিরা মুখার্জি উত্তর দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব সামলেছেন। এরপর আবার তিনি জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের। পরবর্তীতে বিধাননগরের ডিসি কমিশনারেট পদে ছিলেন। আর বর্তমানে তিনি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসি পদে রয়েছেন।