Vande Bharat vs Rapidx: সুবিধায় সমান, ভাড়ায় কম, ভারতেই চলে বন্দে ভারতকে টেক্কা দেওয়া এই ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের মানুষদের মুখে এখন কেবলই বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) নিয়ে চলছে আলোচনা। আসলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই ট্রেনটি দেশবাসীর সামনে রেলের এমন এক উপহার যা আগে কখনো মেলেনি। যে কারণেই এখনও পর্যন্ত ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম ফসল হিসাবে ধরা হয় বন্দে ভারত এক্সপ্রেসকে।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে রাজকীয় নানান সুবিধা থাকার পাশাপাশি এটি দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন। ইতিমধ্যেই দেশের ৫০টি রুটে এই ট্রেনটি যাতায়াত করছে। বাংলার বুকেও এই ট্রেন যাতায়াত করে। তবে এই ট্রেনের ভাড়া অন্যান্য সাধারণ ট্রেনের ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি। কিন্তু জানলে অবাক হবেন, বন্দে ভারতের মতোই সুবিধা, বন্দে ভারতের মতোই গতির একটি ট্রেন ভারতের মাটিতে পরিষেবা দিচ্ছে। যে ট্রেনের ভাড়া আবার বন্দে ভারতের তুলনায় কয়েক গুণ কম।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই সুযোগ সুবিধা দেওয়া, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই দ্রুতগতিতে ছুটে যাওয়া যে ট্রেনটির কথা বলা হচ্ছে সেই ট্রেনটি অবশ্য দেশের সমস্ত জায়গায় চলে না। এই ট্রেনটি চলে কেবলমাত্র এনসিআর থেকে গাজিয়াবাদের মধ্যে। প্রাথমিকভাবে এই ট্রেন ৩৪ কিলোমিটার পর্যন্ত পরিষেবা দিয়ে থাকে, তবে আগামী দিনে পুরো কাজ হয়ে যাওয়ার পর মুম্বাই থেকে মিরঠ পর্যন্ত পরিষেবা দেবে।

Advertisements

আরও পড়ুন ? UTS Ticket Booking Offer: যেমন সহজ, তেমন সস্তা! এবার ট্রেনের টিকিট বুকিংয়ে নয়া অফার নিয়ে হাজির রেল

এতকিছু বলে দেওয়ার পর আশা করি অনেকেই বুঝতে পারছেন কোন ট্রেনের কথা বলা হচ্ছে। আসলে যে ট্রেনটির কথা বলা হচ্ছে সেই ট্রেনটি হল Rapidx। বন্দে ভারত যেমন দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন, সেই রকমই Rapidx কোন দেশের প্রথম রিজিওনাল ট্রেন। দেশের প্রথম এই রিজিওনাল ট্রেনের গতি যেমন নজরকাড়া, ঠিক সেই রকমই সুযোগ-সুবিধাও নজরকাড়া। আবার এই ট্রেনের ভাড়া কমের দিকে থাকার কারণে সেটিও নজরকাড়া।

যেখানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মত ট্রেনে যাতায়াত করার জন্য যাত্রীদের হাজার হাজার টাকা দিতে হয়, সেই জায়গায় Rapidx ট্রেনের ন্যূনতম ভাড়া হলো ২০ টাকা, আবার সর্বোচ্চ ভাড়া ৯০ টাকা। এই ট্রেনে আবার প্রিমিয়াম ক্লাসে সফরের সুযোগও রয়েছে। যদিও সেক্ষেত্রে ভাড়া দ্বিগুণ। প্রিমিয়াম ক্লাসে সর্বনিম্ন ভাড়া ৪০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১৮০ টাকা। এই ট্রেনের ভাড়া কম হলেও সফর বন্দে ভারত এক্সপ্রেসের সফরের মত সুবিধার থেকে এতোটুকু কম নয়।

Advertisements