Diwali Date 2024: ৩১শে অক্টোবর নাকি ১লা নভেম্বর, কোন দিন করবেন মা কালীর আরাধনা!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Diwali Date 2024: দুর্গাপূজার বেশ কাটতে না কাটতে বাঙালির ঘরে ঘরে আরাধিতে হন মা লক্ষ্মী আবার পূজা করে লক্ষ্মীপূজোর ঠিক কয়েকদিনের মাথায় শুরু হয়ে যায় দীপাবলীর উৎসব হাতে মাত্র দুটো দিন আগামী বৃহস্পতিবার দীপাবলি এবং দিওয়ালি। দৃক পঞ্চং অনুসারে, দীপাবলি ৩১শে অক্টোবর বৃহস্পতিবার পড়েছে। এদিকে, লক্ষ্মী পূজাও ৩১শে অক্টোবর হবে, কারণ সেই সন্ধ্যায় অমাবস্যার চাঁদ দেখা যাবে। দীপাবলির উৎসব ৩১শে অক্টোবর নাকি ১লা নভেম্বর (Diwali Date 2024) সেই বিষয়টি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Advertisements

অনীল মিশ্র, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রেল যে ট্রাস্ট বোর্ড তার একজন সদস্য বলেছেন যে, পিতৃ আজ্ঞা পালন করতে রামচন্দ্র তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসী গিয়েছিলেন। তাদের সঙ্গে দোসর হয়ে গিয়েছিলেন ভাই লক্ষণও। দীর্ঘ ১৪ বছর তাঁরা রাজত্ব ছেড়ে বনবাসে জীবনযাপন করেন। বনবাস জীবন কাটিয়ে যখন অযোধ্যায় ফিরে আসেন, সেই দিনটিকে দীপাবলি হিসাবে পালন করা হয়ে থাকে। দীপাবলি কথাটির অলকে লুকিয়ে আছে – সত্যের হাতে মিথ্যের ধ্বংস, সতের হাতে দুষ্টের দমন। অনীল মিশ্রের মতে ৩১ শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারই দীপাবলির আসল তারিখ (Diwali Date 2024)।

Advertisements

আরো পড়ুন: ভারত ছাড়াও এই ৮টি দেশে ধুমধাম করে পালিত হয় দীপাবলী

শরদ শর্মাও, বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র যিনি, তিনিও বলেছেন যে, এক পক্ষ শুরু হওয়ার ১৪ তম দিনে শুরু হয় অমাবস্যা তিথি। আর সেই ১৪ তম দিনটি হল ৩১শে অক্টোবর। তাই দীপাবলি পালন করা হবে ৩২শে অক্টোবর অর্থাৎ আগামী বৃহস্পতিবার। সেদিন দুপুর ঠিক ৩টে ৫২ মিনিট থেকে অমাবস্যা লাগবে। আর অমাবস্যা থাকবে ছাড়বে ১লা নভেম্বর সন্ধ্যা ৬টা ১৬ মিনিট পর্যন্ত।

Advertisements

আরো পড়ুন: দীপাবলীর আগে পূর্ব বর্ধমানে পুকুরের জল থেকে উঠে এলো স্বয়ং মা কালী

ওদিকে বেনীমাধব শীলের পঞ্জিকাতেও লেখা রয়েছে ৩১শে অক্টোবর অর্থাৎ আগামী বৃহস্পতিবার দুপুর ৩ টে ৫২ থেকে শুরু হবে অমাবস্যা যা ১লা নভেম্বর পর্যন্ত থাকবে। তাই মা কালীর আরাধনা ৩২শে অক্টোবর এই করা হবে। ২০২৪-এর কালী পুজো করার শুভ সময় হল বৃহস্পতিবার ৩১শে অক্টোবর রাত ১১:৪৮ থেকে ১২:৪৮ পর্যন্ত। অর্থাৎ বৃহস্পতিবার সারা রাত ধরে চলবে অমাবস্যায় মা কালীর আরাধনা।

কালী পূজার পাশাপাশি এই একই অমাবস্যা তিথিতে আরাধনা করা হয় মা লক্ষ্মীর। বিশেষ করে অবাঙালীরা এই লক্ষ্মীপূজো করে থাকেন, যাকে দীপান্বিতা লক্ষ্মীপূজো বলা হয়। তিথি অনুযায়ী দীপান্বিতা লক্ষ্মীপূজো ৩১শে অক্টোবরই পালন করা হবে। শুধুমাত্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে নয়, আসাম, উড়িষ্যা এই সমস্ত জায়গাতেও ৩১ অক্টোবরই দীপাবলি ও দিওয়ালি পালন করা হচ্ছে। তাই দীপাবলি ও দিওয়ালির তারিখ (Diwali Date 2024) নিয়ে যাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল আশা করি আমাদের এই প্রতিবেদন সেই দ্বন্দ্ব দূর করতে সক্ষম হবে।

Advertisements