Metro fare: এবার স্যাট করে যাওয়া যাবে দক্ষিণেশ্বর কালী মন্দির! মেট্রো আনছে নতুন উপহার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know Garia to Ruby fare chart in Kolkata Metro: বর্তমানে কলকাতা মেট্রো অনেকটাই উন্নতি লাভ করেছে এবং এর বিস্তার ঘটেছে সারা কলকাতা জুড়ে। খুব তাড়াতাড়ি কিন্তু গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে। এই রুট চালু হলে মিটবে অনেকটাই যানজট সমস্যা। কিন্তু জানেন কি নয়া চালু হওয়া রুটের ভাড়া (Metro fare) কত হতে পারে?

Advertisements

কলকাতা মেট্রো কিন্তু মঙ্গলবারই প্রকাশ করেছে যে ওই রুটে মেট্রোর ভাড়া (Metro fare) কত হতে পারে। এতদিন এই সম্পর্কে কারো কোনো স্বচ্ছ ধারণা ছিলনা। এখানে সর্বাধিক ভাড়া হবে ২০ টাকা। আর পাঁচ টাকা হলো সর্বনিম্ন। আপনি বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন, তাহলেই পাবেন সব প্রশ্নের সঠিক উত্তর।

Advertisements

কবি সুভাষ থেকে জয় হিন্দ (Airport) পর্যন্ত এই বিস্তৃত মেট্রো পথ এর আরেক নাম হলো অরেঞ্জ লাইন। এখন অবশ্য হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত চালু হতে চলেছে পরিষেবা। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে সত্যজিৎ রায় মানে হাইল্যান্ড পার্ক পর্যন্ত ভাড়া (Metro fare) হবে একেবারে কম অর্থাৎ পাঁচ টাকা।

Advertisements

আরও পড়ুন ? ভাগ্য খুলবে মাধ্যমিক পাশ ১২৯ জনের! চাকরি দিচ্ছে কলকাতা মেট্রো

অন্যদিকে কবি সুভাষ থেকে জ্যোতিরিন্দ্র নন্দী (Mukundapur) পর্যন্ত ভাড়া স্থির করা হয়েছে ১০ টাকা। কবি সুভাষ থেকে কবি সুকান্ত মানে অভিষিক্তা মোড় পর্যন্ত ভাড়া ১৫ টাকা, আবার হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া (Metro fare) হবে ২০ টাকা। পাশাপাশি সত্যজিৎ রায় এবং জ্যোতিরিন্দ্র নন্দী থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া হতে চলেছে ১০ টাকা। কবি সুকান্ত থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া পাঁচ টাকা।

মেট্রোর তরফে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে, একটি টোকেন বা একই স্মার্ট কার্ডের দ্বারাই দক্ষিণেশ্বর থেকে রুবি মানে ব্লু লাইনের যে কোনও স্টেশন থেকে অরেঞ্জ লাইনের যে কোনও স্টেশনে যাতায়াত করতে পারবেন। আবার দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত যে কোনও স্টেশন থেকে উঠে যদি রুবি যেতে চান তাহলেও খরচ পড়বে ৪৫ টাকা। অন্যদিকে গিরীশ পার্ক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত যে কোনও স্টেশন থেকে উঠে মেট্রোয় চেপে রুবি যেতে চাইলে আপনার খরচ পড়বে ৪০ টাকা। মহানায়ক উত্তম কুমার থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত যে কোনও স্টেশন থেকে আপনি রুবি যেতে চাইলে খরচ পড়বে ৩৫ টাকা। গীতাঞ্জলি বা কবি নজরুল থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় যাওয়ার খরচ ৩০ টাকা। শহিদ ক্ষুদিরাম থেকে হেমন্ত মুখোপাধ্যায় যাওয়ার খরচ ২৫ টাকা। বিস্তারিতভাবে এই প্রতিবেদনে মেট্রোর ভাড়া সম্পর্কে জানানো হলো।

Advertisements