আপনি জানলে সত্যি অবাক হবেন যে ট্রেন বা রেলওয়ে সম্পর্কিত কত রকম কত কি বিষয় রয়েছে। শুধুই কি ট্রেনের যাত্রা? এছাড়াও আছে ট্রেনের ভিতরের খাবার, ট্রেনের সিট থেকে ট্রেনের কেবিন, এসি কোচ, কত কি রয়েছে। এর মধ্যে ট্রেনের বাহ্যিক বিষয় গুলোতো সবারই নজরে আসে। কিন্তু ট্রেনটি যার উপর দাড়িয়ে আছে অর্থাৎ চাকা তার সম্পর্কে আদৌ কতটা যানে মানুষ? কখনও কি আপনি ভেবে দেখেছেন, হাজার হাজার টন ওজনের ট্রেন যে চাকার উপরে ভর করে চলে, তা তৈরি হয় কীভাবে?
সম্প্রতি কিন্তু একটি ভিডিয়ো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কীভাবে ট্রেনের চাকা (Train Wheels) তৈরি হচ্ছে। আসলে @fasc1nate নামক টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি প্রথম শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োই এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই দেখানো হয়েছে ট্রেনের টায়ার তৈরির প্রক্রিয়াটি। আপনারা নিশ্চয়ই জানেন ট্রেনের চাকা লোহায় তৈরি হয়। আর সেই লোহাকে সঠিক আকার দিতে হলে তা অবশ্যই গরম করতে হয়। এমনকি ভিডিয়োতে ট্রেনের চাকাটিকেও (Train Wheels) সঠিক আকার দেওয়ার সময় গরম করতে দেখা গিয়েছে।
জানেন কি ট্রেনের চাকাকে (Train Wheels) ওই রকম গোল আকার দেওয়ার জন্য একটি ভারী হাইড্রোলিক মেশিন ব্যবহার করা হয়, যা দিয়ে ওই চাকাটিকে চাপ দেওয়া হয়ে থাকে। প্রচণ্ড চাপে ওই গরম লোহাটি প্রথমে চ্যাপ্টা ও তারপর গোল হয়ে যায়। আবার দেখা যায় সেই সঙ্গেই আরও একটি ছোট চাকাও তৈরি করা হল, যা বড় চাকার সঙ্গে জুড়ে দেওয়া হল।
আরও পড়ুন : একেকটি বন্দে ভারত তৈরিতে খরচ কত! শুনলে ভিমরি খাবেন
ভিডিয়োটিকে এখনো পর্যন্ত ১ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছে। বহু মানুষ কমেন্ট এর ঝড় বইয়ে দিয়েছে এই ভিডিয়োতে। একজন আবার বলেছেন যে, ট্রেনের অনেক কিছুই দেখা হয় কিন্তু এই প্রথম চাকা কীভাবে তৈরি হয়, তা চাক্ষুষ করা হলো। একজন তো আবার মজা করে বলেই দিলেন, এই টায়ার কখনও পাংচার হবে না।
Making of a train wheel. So satisfying ? pic.twitter.com/ILWKJsjOtw
— Kgoshi Ya Lebowa (@Mothematiks) October 18, 2022
অন্য আরেকজন যোগ করেছেন, ট্রেনের চাকাটি (Train Wheels) যেন একটি পনির কেক। অপর আর এক জনের বক্তব্য করেছেন, কিভাবে ট্রেনের চাকা তৈরি হয় আসলে কিন্তু মানবজীবনের জন্যও তা বড় শিক্ষা। সঠিক আকার পেতে কিন্তু কাঠখড় পোড়াতে হয় অনেক।