T20 World Cup Prize Money: জিতলেই ফুলেফেঁপে উঠবে লক্ষ্মীর ভান্ডার, কত টাকা পাবে টিম ইন্ডিয়া?

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে চলে এলো টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল খেলা। ২০২৪ সালের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শনিবার মুখোমুখি হতে চলেছে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া। আফগানিস্তানকে হারিয়ে এবার সাউথ আফ্রিকা ফাইনালে ওঠে, যা তাদের কাছে রেকর্ড। অন্যদিকে টিম ইন্ডিয়া কোন ম্যাচে না হেরে সেই ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে।

পারফর্মেন্সের দিকে নজর রাখলে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে থাকলেও কিন্তু খুবই শক্তপোক্ত টিম হিসাবেই পরিচিত তারা। যে কারণে ফাইনাল বেশ জমজমাট হবে বলেই আশা করা হচ্ছে। তবে অধিকাংশ ক্রিকেটপ্রেমীরাই মনে করছেন এবার টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলেই ফুলেফেঁপে উঠবে তাদের লক্ষ্মীর ভান্ডার। কেননা বিপুল টাকার পুরস্কার (T20 World Cup Prize Money) রয়েছে বিজয়ী দলের জন্য।

২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য মোট যে পুরস্কার রাখা হয়েছে তার মূল্য ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩.৭ কোটি টাকা খরচ করা হচ্ছে। এই টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২.৪৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৪ কোটি টাকা। এক্ষেত্রে যদি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় তাহলে ওই টাকার মালিক তারাই হবে। রানার্সআপ দলকেও ১.২৮ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৬ কোটি টাকা দেওয়া হবে।

আরও পড়ুন 👉 Travel Allowance: রাজ্য সরকারি কর্মীদের লাগল লটারি! DA বাড়ানোর পর এবার এই খাতে টাকা দেওয়ার ঘোষণা

এছাড়াও যে সকল দল সেমিফাইনাল পর্যন্ত নিজেদের যাত্রা করেছে তারা পেয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৫ কোটি টাকা করে আর্থিক পুরস্কার। এছাড়াও সুপার এইট রাউন্ড পর্যন্ত যে সকল দল সফর করতে পারা প্রত্যেক দল ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে আর্থিক পুরস্কার পেয়েছে। লিগ পর্যায়ে যে সকল দলগুলি ৯ থেকে ১২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তারা প্রত্যেকে ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার আর্থিক পুরস্কার পেয়েছে। আর যে সকল দল ১৩ থেকে ২০ নম্বরের মধ্যে লিগ টেবিলে জায়গা করেছে তারা প্রত্যেকে ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার পেয়েছে। এছাড়াও ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার করে আর্থিক পুরস্কার পেয়েছে সেই সকল টিম যারা প্রত্যেক ম্যাচে জয়লাভ করেছে।

ভারত এখনো পর্যন্ত একটি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি নিজেদের ঘরে আনতে পেয়েছে। ২০০৭ সালে আয়োজিত প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এসেছিল ভারতের ঝুলিতে। আর এবার ভারতের সামনে সুযোগ রয়েছে দ্বিতীয় ট্রফি ঘরে আনার। দেশের ১৪০ কোটি মানুষের সবাই এখন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ট্রফির অপেক্ষায়।