৪% বাড়লো DA, এবার সবচেয়ে কম সবচেয়ে বেশি কত বাড়বে বেতন, দেখে নিন হিসেব-নিকেশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের এখন ৪৬ শতাংশ করে ডিএ দিয়ে থাকে। সেই জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal State Government Employees) বর্তমানে এই মাত্র ৬% DA পান। শুধু কেন্দ্র সরকার নয়, এর পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ছটি রাজ্য কেন্দ্র সরকারের হারে ৪৬% DA দেয়। দীর্ঘদিন ধরেই এত ফারাকের প্রতিবাদে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন।

Advertisements

রাজ্য সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলনে শেষমেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ঘোষণা করেন আরও ৪ শতাংশ দিয়ে দেওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর এবার ১০% দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এরপরেও কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক থেকে যাচ্ছে ৩৬ শতাংশ।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার ফলে ২৪০০০ কোটি টাকা খরচ হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই ঘোষণার ফলে ১৪ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। ঘোষণা অনুযায়ী নতুন বছরে কার্যকর হবে নতুন ডিএ-র হার। দেখে নেওয়া যাক বর্ধিত এই ডিএ-র পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি কত বেতন বাড়বে।

Advertisements

আরও পড়ুন ? ৪ শতাংশ DA বাড়াল রাজ্য, এবার বেতন কত হবে! দেখে নিন পুরো হিসেব-নিকেশ

যে সকল গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদের সর্বনিম্ন বেসিক বেতন যদি ১৭ হাজার টাকা হয়ে থাকে তাহলে তার বেতন আগের তুলনায় বৃদ্ধি পাবে ৬৮০ টাকা। যদিও গ্রুপ ডি কর্মীদের চাকরির বয়স এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বেতন কারো ১৭৬০০ টাকা, কারো ২২ হাজার ২০০ টাকা অথবা কারো ৩০০০০ টাকাও হয়ে থাকে। এই হিসেব অনুযায়ী গ্রুপ ডি কর্মীদের বেতন এবার ৬৮০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

অন্যদিকে যারা ব্লকের এক্সটেনশন অফিসার রয়েছেন তাদের বেসিক বেতন কারো ২৯ হাজার, কারো ৩০ হাজার এবং কারো ৩২ হাজার। হিসেব অনুযায়ী তারা এবার ১২৮০ টাকা পর্যন্ত বেশি পাবেন বেতনের সঙ্গে। যে সমস্ত বিডিওরা রয়েছেন তাদের সর্বনিম্ন বেসিক বেতন হয় ৫৬ হাজার ১০০ টাকা। চার শতাংশ ডিএ বৃদ্ধির পর তাদের বেতন বৃদ্ধি পাবে ২২৪৪ টাকা। কলকাতা পুলিশে কর্মরত কর্মীরা এক হাজার টাকা পর্যন্ত বেতন বেশি পাবেন। অন্যদিকে মহকুমায় তথ্য ও সাংস্কৃতিক আধিকারিকরদের সর্বনিম্ন বেসিক বেতনের ভিত্তিতে ১৬৪০ টাকা বা তার বেশি বেতন পাবেন। রাজ্যের বিসিএস ক্যাডারের সবচেয়ে উঁচু পদ সিনিয়র স্পেশাল সেক্রেটারিদের সর্বনিম্ন বেসিক বেতন দু লক্ষ টাকা। তারা এবার ৮ হাজার টাকা বেশি বেতন পাবেন। অন্যদিকে যারা আইপিএস, আইএএস অফিসার রয়েছেন তাদের বেতন রাজ্য সরকার দিলেও তাদের মাইনে হয়ে থাকে কেন্দ্রীয় হারে। সুতরাং এই DA বৃদ্ধি তাদের উপর কোন প্রভাব ফেলবে না।

Advertisements