নিজস্ব প্রতিবেদন : ভ্রমণের জন্য হোক অথবা অন্য কোন কাজে যেকোনো দেশের নাগরিকদেরই অন্য দেশে পাড়ি দেওয়ার প্রয়োজন হয়। এক দেশের নাগরিক অন্য দেশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে টাকা-পয়সা এসবের থেকেও সব থেকে জরুরী হলো পাসপোর্ট। এই পাসপোর্ট না থাকলে আন্তর্জাতিক সফর করার পরিকল্পনা পুরোটাই বানচাল হয়ে যায়।
অন্যান্য দেশের মতো ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যে কারণে যে সকল ভারতীয় নাগরিকরা বিদেশে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন বা করেছেন তাদের পাসপোর্ট থাকা জরুরী। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় পাসপোর্ট পেতে আবেদন করার পর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে এই অসুবিধা থেকে রক্ষা করার জন্য একটি নিয়ম জারি করা হয়েছে।
নতুন নিয়ম জারি করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বিদেশ মন্ত্রকে তরফ থেকে জানানো হয়েছে, জরুরী ভিত্তিতে যদি কোন নাগরিকের বিদেশ যাওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে ওই নাগরিক যদি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে জরুরী ভিত্তিতে তাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।
ট্রেনের টিকিটের ক্ষেত্রে যেমন তৎকাল ব্যবস্থা রয়েছে, জরুরী ভিত্তিতে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রেও এই রকমই তৎকাল নিয়ম রয়েছে। এই নিয়মের উপর ভিত্তি করেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে জরুরি ভিত্তিতে পাসপোর্ট দেওয়ার কথা জানানো হয়েছে। এই তৎকাল প্ল্যান মারফত জরুরী ভিত্তিতে পাসপোর্ট পেতে হলে আবেদনকারীকে সাধারণ ভাবে যে সকল নথিপত্র জমা দিতে হয় তার তুলনায় অতিরিক্ত কিছু নথিপত্র জমা দিতে হবে।
তৎকাল প্ল্যানের সুবিধা নিয়ে জরুরী ভিত্তিতে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে www.passportindia.gov.in ওয়েবসাইটের মধ্যে তৎকাল নামে একটি অপশন থাকবে সেটি বেছে নিতে হবে। সেখানে প্রয়োজনীয় নথি এবং পেমেন্ট দেওয়ার পর অল্প দিনের মধ্যেই খুব সহজে নিজের প্রয়োজনীয় পাসপোর্ট পেতে পারেন ভারতীয় নাগরিকরা।