বাংলাএক্সপি ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। যে অভিযানের শক্তি জুগিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। এই অভিযানে যত কাণ্ড ঘটেছে, যে সকল কাণ্ড নিয়ে এখন আলোচনা তার মধ্যে অন্যতম হলো এক গেরুয়া বসনধারী বৃদ্ধ। যিনি কলকাতা পুলিশের জল কামানের সামনে দাঁড়িয়ে পুলিশকে ছুঁড়ে দিয়েছিলেন।
মঙ্গলবারের নবান্ন অভিযানে হাওড়া ব্রিজে যখন পুলিশ অভিযানকারীদের ছত্রভঙ্গ করার জন্য জল কামান চালাতে শুরু করে, যখন জল কামানের সামনে দাঁড়াতে পারেনি ছাত্র সমাজের তরতাজা যুবক-যুবতীরা, যখন তারা নিজেদের বাঁচাতে ছত্রভঙ্গ হচ্ছেন, সেই সময় এক বৃদ্ধকে অদ্ভুত এক রূপে দেখা যায়। গেরুয়া বসনধারী ওই বৃদ্ধ কিন্তু জল কামানকে এক ফোঁটাও ভয় পাননি। বরং জল কামানের সামনে দাঁড়িয়েই পত পত করে জাতীয় পতাকা ওড়াতে শুরু করেন।
মঙ্গলবার নবান্ন অভিযানের পর থেকেই ওই বৃদ্ধ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ঐ বৃদ্ধ পুলিশকে জল কামানের সামনে দাঁড়িয়ে রীতিমত পুরো অভিযানের হিরো হয়ে ওঠেন। স্বাভাবিকভাবেই কে ওই বৃদ্ধ তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতুহল জন্ম নিতে শুরু করে। অবশেষে ওই বৃদ্ধের আসল পরিচয় জানা গেল। জানা গেল রাতারাতি হিরো হয়ে ওঠা ওই বৃদ্ধ যেমন তেমন একজন নন। রাতারাতি হিরো হয়ে ওঠা ওই বৃদ্ধকে নিয়ে আবার এক স্তরের মানুষদের সমালোচনারও শেষ নেই।
আরও পড়ুন : Online Delivery Partner: মাসিক কত টাকা উপার্জন করেন অনলাইন প্রোডাক্ট ডেলিভারি কর্মীরা
মঙ্গলবার নবান্ন অভিযানে হিরো হয়ে ওঠা ওই বৃদ্ধের নাম বলরাম বসু (Balaram Basu)। বলরাম বসু নিজেকে একজন শিক্ষক বলেই পরিচয় দিয়েছেন। আরজি কর কান্ডের ন্যায় বিচার পেতে তিনি ছাত্র সমাজের সঙ্গে মঙ্গলবার নবান্ন অভিযানে নেমেছিলেন। তবে বলরাম বসু নিজেকে কোনো রাজনৈতিক দলের সমর্থনে এই অভিযানে যাননি বলে দাবি করেছেন, পাশাপাশি তিনি দাবি করেছেন এই আন্দোলনে যেন কোন রকম রাজনৈতিক রঙ না লাগে। তিনি মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা আদায়ের জন্যই একজন প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন।
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, তিনি নাকি জল কামানের সামনে পুলিশকে চুড়ি পরার নিদান দিয়েছিলেন, তা ঠিক নয়। তিনি ঐদিন জল কামানের সামনে হাত নাড়িয়ে পুলিশকে হাত কড়া ছেড়ে তাদের সঙ্গে আন্দোলনে নামতে আহ্বান জানিয়েছিলেন বলেই দাবি করেছেন সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে। এর পাশাপাশি নিজেকে একজন শিবভক্ত ও সনাতনী বলেই দাবি করেছেন।