নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের মতো দেশের অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন (Mobile Phone)। এই মোবাইল ফোন ব্যবহার করার জন্য প্রত্যেকের প্রয়োজন হয় সিমকার্ড (Simcard)। কারণ সিমকার্ড না থাকলে মোবাইল ফোন একেবারেই অকেজো। সিমকার্ড না থাকলে ফোন করা যায় না, ইন্টারনেট পরিষেবা অথবা এসএমএস পরিষেবাও বহন করা যায় না।
আবার সরকারি নিয়ম অনুসারে যে সকল গ্রাহকরা সিমকার্ড ব্যবহার করেন তাদের প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সিমকার্ড কিনতে হয়। প্রয়োজনীয় নথিপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদির প্রয়োজন হয়ে থাকে। যে কারণে প্রতিটি সিম কার্ড এবং সেই সিমকার্ডের সঙ্গে থাকা নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই সকল কারণেই যদি আপনার নামে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন।
বিভিন্ন সময় দেখা গিয়েছে একজন ব্যক্তির নামে তোলা সিমকার্ড অন্যজন ব্যবহার করছেন। শুধু ব্যবহার করছেন এমন নয়, এর পাশাপাশি বেনামী ওই সকল সিমকার্ড ব্যবহার করে বহু সময় প্রতারণা, ক্রাইম ইত্যাদির মত ঘটনা ঘটানো হয়ে থাকে। আর এই সকল ঘটনায় সেই সকল নির্দোষ মানুষগুলি ফেঁসে যান যারা জানেনই না তাদের নামে থাকা সিম কার্ড অন্য কেউ ব্যবহার করছেন।
এই পরিস্থিতিতে যাতে একজনের নামে থাকা সিমকার্ড অন্যজন ব্যবহার করতে না পারে, তার জন্য টেলিকম মন্ত্রণালয়ের তরফ থেকে একটি ব্যবস্থা আনা হয়েছে। সেই ব্যবস্থার মধ্য দিয়েই খুব সহজে বুঝে নেওয়া যাবে আপনার নামে থাকা সিমকার্ড অন্য কোন ব্যক্তি ব্যবহার করছেন কিনা। আপনার নামে থাকা সিমকার্ড অন্য কোন ব্যক্তি ব্যবহার করছে কিনা তা বোঝার জন্য আপনাকে https://tafcop.dgtelecom.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। এই ওয়েবসাইটটি হল Telecom Analytics for Fraud Management and Consumer Protection এর জন্য।
এই ওয়েবসাইটটিতে লগইন করার পর Know Your Mobile Connections অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে থাকা নির্দিষ্ট জায়গায় আপনার সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর সেখানে থাকা ক্যাপচা কোড দিতে হবে। এরপর আপনার মোবাইলে আসবে একটি ওটিপি। যে ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে login বটনে ক্লিক করতে হবে। সেখানে দেখিয়ে দেওয়া হবে আপনার নামে ক’টি কানেকশন রয়েছে এবং সেগুলি কি কি। যদি কোন নম্বর উঠে আসে যেটি আপনি ব্যবহার করছেন না তাহলে সেটি আপনি বন্ধ করার জন্য এখানেই আবেদন জানাতে পারবেন।