Durga Puja 2023: ১৯ না ২০ অক্টোবর এবারের মহাষষ্ঠী! মহাসপ্তমীই বা কবে! জানুন এবছরের দুর্গা পুজোর নির্ঘন্ট

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Know in detail the full schedule of this year’s puja: হাতে আর গোটা কয়েক দিন সময়। আগামী মাসেই বাঙ্গালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা (Durga Puja 2023) এবং তাই নিয়ে বাঙালির মনে জল্পনা এখন তুঙ্গে। পাড়ার ছোট ছোট ক্লাব থেকে শহর কলকাতার বড় বড় ক্লাব সব জায়গাতেই শুরু হয়েছে দুর্গা পুজোর তোড়জোড়। চলতি বছরে মল মাসের জন্য পিছিয়ে গেছে পুজোর সময়সূচী। কিন্তু এত বড় একটা পুজোর আয়োজন করতে বেশি সময়ও যেন ছোট মনে হয়। এবছর অক্টোবর মাসের শেষের দিকে দুর্গা পুজো।

Advertisements

কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে এখন যেন পুজো নিয়ে সাজো সাজো রব। মণ্ডপ তৈরি থেকে শুরু করে পুজোর কেনাকাটা, আলোকসজ্জা সব মিলিয়ে জমজমাটি ব্যাপার। দুর্গা আসছেন পিতৃগৃহে। জানেন কি এবছর মা কিসে আসছেন? পঞ্জিকা অনুযায়ী চলতি বছর দেবীর আগমন ঘটছে ঘোড়ায়। আগামী ১৪ অক্টোবর মহালয়া। পঞ্জিকা অনুযায়ী তারপরই শুরু হয়ে যায় দেবীপক্ষের প্রতিপদ তিথি। ২০ অক্টোবর মহাষষ্ঠী থেকে দুর্গাপুজোর (Durga Puja 2023) সূচনা।

Advertisements

পঞ্জিকা অনুযায়ী দেবীর আগমন ও গমন এ বছর (Durga Puja 2023) দুই-ই ঘোড়ায়। শাস্ত্র মতে দেবীর আগমন ও গমন একই বাহনে হওয়া শুভ নয়। ঘোড়ায় আগমন এমনিতেই ইঙ্গিত দেয় ছত্রভঙ্গের। এবার গমনও হবে ঘোটক অর্থাৎ ঘোড়াতেই। দেশের আর্থসামাজিক, রাজনৈতিক পরিস্থিতিতে কঠিন ও বিশৃঙ্খল অবস্থা দেখা দিতে পারে। যুদ্ধ, অশান্তি, বিপ্লবের ইঙ্গিত দেয় দেবীর ঘোড়ায় আগমন ও গমন। যাই হোক চটজলদি দেখে নেওয়া যাক এবছরের পুজোর সম্পূর্ণ সময় সূচি। রইল ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত নির্ঘণ্ট।

Advertisements

২০ অক্টোবর, শুক্রবার হলো মহাষষ্ঠী (Durga Puja 2023)। ১৯ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিটে শুরু ও শেষ হবে ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিটে। দুপুর ২টো ৪৯ মিনিট থেকে ৫টা ৮ মিনিটের মধ্যে বিল্ব নিমন্ত্রণ করতে হবে। সপ্তমী হলো ২১ অক্টোবর, শনিবার। পঞ্জিকা অনুযায়ী তিথি শুরু হবে ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিটে এবং শেষ হবে ২১ অক্টোবর রাত ৯টা ৫৩ মিনিটে। এ দিন কলা বউ স্নান ও নবপত্রিকা পুজোর করা হয়।

চলতি বছর ২২ অক্টোবর, রবিবার হলো মহাষ্টমী। এই তিথি শুরু হবে ২১ অক্টোবর রাত ৯টা ৫৩ মিনিট থেকে এবং শেষ হবে ২২ অক্টোবর সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে। কুমারী পুজো ও সন্ধি পুজো করতে হবে এই সময়ের মধ্যে। এরপর সন্ধি পুজো শুরু সন্ধ্যা ৪টে ৫৪ মিনিটে এবং শেষ ভোর ৫টা ৪২ মিনিটে। বলিদান সেরে নিতে হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটের মধ্যে। মহানবমী তিথি শুরু হবে ২২ অক্টোবর রাত ৭টা ৫৮ মিনিটে এবং ২৩ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে শেষ হবে। মঙ্গলবার অর্থাৎ ২৪ শে অক্টোবর হল বিজয় দশমী। বিজয়া দশমী শুরু হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং শেষ হবে ২৪ অক্টোবর দুপুর ৩টে ১৪ মিনিটে।

Advertisements