India Cheapest Train: পুরোটাই এসি, ভাড়া কিলোমিটারে এক টাকারও কম, এটিই হলো দেশের সবচেয়ে সস্তার এসি ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা না থাকলে ভারতের মতো দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত কতটা দুরূহ হয়ে পড়তো তার দেশের প্রত্যেক নাগরিকরা জানেন। যে কারণে ভারতীয় রেলকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেলের এমন পরিষেবায় বিভিন্ন ধরনের ট্রেন রয়েছে। ভারতীয় রেলে যে সকল ট্রেন রয়েছে সেগুলির কোনটির ভাড়ায় আস্ত আস্ত বাড়ি তৈরি হয়ে যাবে, আবার কোন কোনটির ভাড়া একেবারেই হাতে গোনা। তাহলে চলুন দেখে নেওয়া যাক দেশের সবচেয়ে সস্তার এসি ট্রেন (India Cheapest Train) কোনটি?

Advertisements

ভারতীয় রেল পরিষেবায় মহারাজা এক্সপ্রেস নামে রাজকীয় ট্রেন রয়েছে। যে ট্রেনে যাত্রীদের ভ্রমণের জন্য ভাড়া দিতে হয় ১০ লক্ষ টাকার বেশি। ঠিক সেই রকমই আবার রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মত ট্রেনও। মহারাজা এক্সপ্রেসের মত বন্দে ভারত এক্সপ্রেস অথবা শতাব্দি এক্সপ্রেস ট্রেনের ভাড়া না হলেও এই সকল ট্রেনের ভাড়া বহন করা ভারতের মতো দেশের বহু নাগরিকদের কাছে ব্যয়বহুল হয়ে দাঁড়ায়।

Advertisements

কোন ট্রেনের ভাড়া কত হবে তা মূলত নির্ভর করে থাকে ট্রেনের গতি এবং ট্রেনের বিভিন্ন সুযোগ-সুবিধার পরিপ্রেক্ষিতে। বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে রাজধানী এক্সপ্রেস ট্রেনের মত ট্রেনগুলির গতিবেগ বেশি হওয়ার পাশাপাশি প্রিমিয়াম সুবিধা থাকার কারণে এগুলির ভাড়া অনেক বেশি হয়। তবে আমরা যে ট্রেনটির কথা বলছি সেই ট্রেনটি কিন্তু গতি অথবা সুবিধার দিক দিয়ে অন্যান্য ট্রেনের থেকে পিছিয়ে নেই। এই ট্রেনটির গতি যেমন ঠিক সেই রকমই আবার পুরোটাই এসি।

Advertisements

আরও পড়ুন : Air Train In India: বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে মেট্রো অতীত, এবার ভারতে চালু হতে চলেছে এয়ার ট্রেন

ভারতের রেল ট্র্যাকে চলা সবচেয়ে সস্তার এই এসি এক্সপ্রেস ট্রেনটিতে যাত্রীদের প্রতি কিলোমিটারে ভাড়া পড়ে এক টাকারও কম। বিষয়টি অনেকের কাছে অবাক করা হলেও সত্যি। যে ট্রেনটির কথা বলা হচ্ছে ওই ট্রেনটিতে প্রতি কিলোমিটারে যাত্রীদের ভাড়া পড়ে ৬৮ পয়সার কিছু কম বেশি। অথচ এই ট্রেনটি পুরোটাই এসি হওয়ার পাশাপাশি রয়েছে স্লিপার। রয়েছে যাত্রীদের জন্য অন্যান্য বিভিন্ন সুবিধাও।

যে ট্রেনটির কথা বলা হচ্ছে সেই ট্রেনটির নাম হল গরিব রথ। যে ট্রেনটিকে গরিবের রাজধানী এক্সপ্রেস বলা হয়। ২০০৬ সালে প্রথম গরিব রথ এক্সপ্রেস ট্রেনের পথ চলা শুরু হয়েছিল। মাঝে এই ট্রেনের সংখ্যা অনেকটাই কমে গেলেও এখন দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে ২৬ টি গরিব রথ এক্সপ্রেস ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গা পরিষেবা দিয়ে থাকে। যেখানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় ১৬০ কিলোমিটার হলেও গড় গতিবেগ ঘন্টায় ৬৬ থেকে ৯৬ কিলোমিটার, সেই জায়গায় গরিব রথ এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার।

Advertisements