আদিত্য এল-১ সূর্যের কত কাছে যাবে! আগুনে পুড়ে ছাই হয়ে যাবে না তো!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO) তিন তিনবারের প্রচেষ্টায় অবশেষে জয় করেছে চাঁদ। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) ভারতকে এমন সাফল্য এনে দেয়। আবার তৃতীয়বারের চেষ্টা হলেও এই সফলতায় ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। তবে চাঁদ জয় করেই নয়, এবার সূর্যের দিকে এগিয়ে চলেছে ভারত। চাঁদের পর এবার সূর্যের অজানা বিভিন্ন জিনিস জানতে ঝাঁপিয়ে পড়ছে ইসরো।

Advertisements

আগামী ২ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫০ মিনিটে ভারতের প্রথম সূর্য নিয়ে গবেষণার জন্য মহাকাশযান আদিত্য এল-১ (Aditya L-1) উৎক্ষেপণ করা হবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হবে। চন্দ্রযানের পর এখন সূর্যের জন্য এই মহাকাশযান আদিত্য এল-১ যেমন ভারতীয়দের গর্বিত করছে ঠিক সেই রকমই একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। সেই সকল প্রশ্নের মধ্যে অন্যতম হলো, সূর্য একটি আগুনের গোলা বলে আমরা ছোট থেকেই জেনে এসেছি ভূগোলের পাতায়। সেক্ষেত্রে ইসরোর এই মহাকাশযান সূর্যের গনগনে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে না তো?

Advertisements

এছাড়াও আরও একাধিক প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছে আর সেগুলি হল, সূর্যের কতটা কাছে যাবে মহাকাশযান আদিত্য এল-১? কোথায় থেকে সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এই মহাকাশযান? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে ইসরো। সেই উত্তর থেকে জানা গিয়েছে, আদিত্য এল-১ সূর্যের কক্ষপথের চারপাশ ভালোভাবে প্রদক্ষিণ করাই হলো এই মিশনের সবচেয়ে বড় লক্ষ্য।

Advertisements

সূর্য নিয়ে যে সকল রহস্য রয়েছে সেই সকল রহস্য উদঘাটন করার জন্য এটি হলো ভারতের প্রথম মহাকাশ যান। সূর্যকে যতটা সম্ভব কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণাগারের রকেট আদিত্য এল-১ কে সূর্যের এল-১ পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবার পর সেখানে ফাঁকা একটি কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। এই পয়েন্ট পৃথিবী থেকে দূরত্ব হলো ১৫ লক্ষ কিলোমিটার। আবার এই দূরত্ব পৃথিবী এবং সূর্যের দূরত্বের ১০০ ভাগের এক ভাগ মাত্র। এমনিতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো ১৫০ মিলিয়ন কিলোমিটার।

এর আগে নাসার পার্কার সোলার প্রোব প্রথম মিশন হিসাবে সোলার মিশনে সফলতা অর্জন করেছিল। সূর্যের সবচেয়ে কাছে গিয়েছিল এই মহাকাশযানটি। নাসার এই মহাকাশযান এখনো পর্যন্ত এক হাজার ডিগ্রির বেশি তাপমাত্রা সহ্য করেছে। তবে ভারতের মহাকাশযান আদিত্য এল-১ কে এত তাপমাত্রা সহ্য করতে হবে না। কেননা নাসার মত এতটা সূর্যের কাছে যাবে না আদিত্য এল-১। এক্ষেত্রে এমনভাবে নাসার বিজ্ঞানীরা এই মহাকাশযানকে তৈরি করেছেন যে সূর্যের প্রখর তাপে তার কোন ক্ষতি হবে না।

Advertisements