PMUY vs Mamata: উজ্জ্বলা যোজনার গ্যাস অতীত, এবার মমতা বাংলার ১ কোটি পরিবারকে দেবে বিনামূল্যে বড় উপহার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একসময় ভারতের অধিকাংশ বাড়িতেই কাঠ কয়লার উনুনে রান্না হতো। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সকল কাঠ কয়লার জায়গা দখল করেছে রান্নার গ্যাস (LPG)। আবার রান্নার গ্যাসের দাম অনেক চড়া হওয়ার কারণে বহু নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর পরিবারগুলি রান্নার গ্যাস ব্যবহার করতে পারেন না।

Advertisements

এই সকল পরিবারগুলির জন্য আবার কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প (PMUY) চালু করা হয়। যে প্রকল্পের মধ্য দিয়ে দেশের কয়েক কোটি পরিবারে পৌঁছে গিয়েছে সস্তায় রান্নার গ্যাস। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় যারা রয়েছেন তাদের প্রথমে রান্নার গ্যাস সিলিন্ডার টাকা দিয়ে কিনতে হয় এবং পরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি আসে।

Advertisements

এই নিয়মের কারণেও অনেক পরিবার রয়েছে যাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। একাধিকবার রান্নার গ্যাসের এমন নানান সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। এইসব পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পকে টেক্কা দিতে নতুন এক প্রকল্পের ঘোষণা করে দিল মমতা সরকার। বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় নতুন এই প্রকল্প চালু করার কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisements

আরও পড়ুন ? LPG Cylinder: সিলিন্ডারে কতটা গ্যাস আছে! সহজেই বুঝে নিন নতুন টেকনিকে

নতুন যে প্রকল্পের সূচনা হতে চলেছে তার মাধ্যমে রাজ্যের এক কোটি পরিবার রাজ্য সরকারের থেকে বিনামূল্যে বড় উপহার পাবে। সেই বড় উপহার হলো ‘ধোঁয়াবিহীন উনুন’। এই ধরনের উনুনকে স্মার্ট উনুন বলা হয়ে থাকে। পাইলট প্রজেক্ট হিসাবে এই প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা এবং বেশ কয়েকটি জেলায় চালু করা হবে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের এমন উপহার দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে।

এই ধরনের উনুন দেওয়ার জন্য প্রথমে ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে এবং তারপর সিদ্ধান্ত হবে কাদের এই প্রকল্পের আওতায় যুক্ত করবে সরকার। এই প্রকল্পের আওতায় ধোঁয়াবিহীন উনুন পেতে হলে আগ্রহীদের স্থানীয় বিডিওর কাছে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর সময় যাবতীয় সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে। যারা আবেদন জানাবেন তাদের আবশ্যিকভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই ধরনের উনুন উপহার দেওয়ার ফলে কাঠ কয়লাতে রান্না করলেও ধোঁয়া হবে না বলেই জানা যাচ্ছে। যার ফলে পরিবেশ দূষণের বিষয়টি থাকবে না। তবে এই ধরনের উনুন কি রান্নার গ্যাসের বিকল্প হতে পারবে? সেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

Advertisements