RuPay কার্ড ব্যবহারকারীদের টাকা লেনদেনে এলো বদল, জেনে নিন নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের প্রায় অধিকাংশ মানুষেরই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার পাশাপাশি অধিকাংশের হাতেই পৌঁছে গিয়েছে ডেবিট কার্ড (Debit Card)। সেই সকল ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি অন্যান্য মাধ্যমেও আর্থিক লেনদেন করা হয়। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না আমাদের কাছে যে ডেবিট কার্ড রয়েছে তা দিয়ে দিনে সর্বাধিক কত টাকা লেনদেন করতে পারব!

অনেক ক্ষেত্রেই ডেবিট কার্ড দিয়ে প্রতিদিন কত টাকা লেনদেন করা যায় সেই ঊর্ধ্বসীমা না জানার কারণে লেনদেন বাতিল হয়। দিন দিন বাতিল হওয়ার পর অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। যে কারণে যে কোন ডেবিট কার্ড থেকে লেনদেনের জন্য কত ঊর্ধ্বসীমা রয়েছে তা জানা অত্যন্ত জরুরী এবং সেই মোতাবেক লেনদেন করাটাই উচিত।

সম্প্রতি RuPay কার্ড রয়েছে এমন গ্রাহকদের ডেবিট কার্ড মারফত টাকা লেনদেনের ক্ষেত্রে উর্ধ্বসীমায় পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ঊর্ধ্বসীমা কতটা তা না জানলে লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। যে কারণে এখন নতুন যে নিয়ম জারি হয়েছে তা জেনে রাখা অত্যন্ত জরুরী।

HDFC Bank RuPay প্রিমিয়াম : এখন এই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি মার্চেন্ট আউটলেট প্রতিদিন ২০০০ টাকা এবং প্রতি মাসে ১০০০০ টাকা তুলতে পারবেন৷ এটিএম থেকে তোলার দৈনিক সীমা করা হয়েছে ২৫০০০ টাকা৷

PNB সিলেক্ট RuPay কার্ড : এই কার্ডের মাধ্যমে এখন প্রতিদিন এটিএম থেকে টাকা তোলার লিমিট করা হয়েছে ১০ লক্ষ টাকা। অন্যদিকে POS এবং ই-কমার্স সীমা করা হয়েছে ৩ লক্ষ টাকা৷

Yes Bank RuPay প্ল্যাটিনাম কার্ড : এই কার্ডের মাধ্যমে এখন প্রতিদিন টাকা তোলার সীমা করা হয়েছে ২৫০০০ টাকা। POS লেনদেনের সীমা হয়েছে ৭৫০০০ টাকা৷

SBI RuPay কার্ড: SBI RuPay কার্ডের মাধ্যমে এখন একটি ATM-এ সর্বনিম্ন লেনদেন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা তুলতে পারা যাবে। এক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনের সীমা করা হয়েছে ৭৫০০০ টাকা।