FD Rates : FD তে ব্যাপক রিটার্ন দিচ্ছে এই ব্যাঙ্ক, আপনি আমানত রেখেছেন নাকি!

Published on:

Advertisements

FD Rates : বর্তমানে টাকা জমানার সবচেয়ে ভালো উপায় ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। এক্ষেত্রে ভালো রিটার্ন পান গ্রাহকরা। আর গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ভালো রিটার্ন পাওয়ার দুর্দান্ত একটি স্কিম এনেছে আরবিএল ব্যাংক। এই স্কিমে ডিপোজিট করলে গ্রাহকরা মালামাল হয়ে যাবেন সহজেই। নিশ্চিত এবং ভালো রিটার্ন পাবেন গ্রাহকরা। আরবিএল ব্যাংকে এখন সাত থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫০ থেকে ৮.৫০ অফার করেছে।

Advertisements

একইসঙ্গে, আরবিএল ব্যাঙ্ক এখন ৪৫৩ দিন থেকে ২৪ মাসের মেয়াদে সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ ৮.৫০ শতাংশ সুদের হার অফার করছে। আরবিএল ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেটগুলি ০১ জুন ২০২৩ তারিখ থেকে কার্যকর হয়েছে৷

Advertisements

আসুন জেনে নেওয়া যাক আরবিএল ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর রেট সম্পর্কে।

Advertisements
  • এই ব্যাংকটি ৭ থেকে ১৪ দিনের ফিক্স ডিপোজিটে ৩. ৫০ শতাংশ সুদের হার অফার করছে।
  • ১৫ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার অফার করা হয়েছে ৪ শতাংশ।
  • ৪৬ থেকে ৯০ দিনের ফিক্স ডিপোজিটে ৪.৫০ শতাংশ সুদের হার অফার করা।
  • ৯১ থেকে ১৮০ দিনের ফিক্স ডিপোজিটে ৪.৭৫ হারে সুদ অফার করা হয়েছে।
  • ১৮১ দিন থেকে ২৪০ দিনের ফিক্স ডিপোজিটে ৫.৫০ শুন্য শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
  • ২৪১ দিন থেকে ৩৬৪ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৬.০৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
  • ৩৬৫ দিন থেকে ৪৫২ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৭ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
  • ৪৫৩ দিন থেকে ২৪ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৭.৮০ শতাংশ সুদের হার দেওয়া হবে।
  • ৩৬ মাস থেকে ৬০ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৭.১০ শতাংশ সুদের হার দেওয়া হবে।
  • ৬০ মাস ২ দিন থেকে ২৪০ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৭ শতাংশ সুদের হার দেওয়া হবে।
  • ৬০ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৭.১০ শতাংশ সুদের হার দেওয়া হবে।

উল্লেখ্য, আরবিএল ব্যাঙ্ক তার অফার করা ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনদের ০.৫০ ও সুপার সিনিয়র সিটিজেনদের ০.৭৫ শতাংশ বেশি সুদ দেয়।

Advertisements