Difference between Kurta and Kurti: কুর্তি আর কুর্তার মধ্যে পার্থক্য কোথায়! ৯০% ছেলে-মেয়েরাই জানেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know the real difference between kurta and kurti: আমাদের দেশে বিভিন্ন জাতি এবং ধর্মের মানুষের বাস, তাই পোশাকের ক্ষেত্রেও বিভিন্নতা চোখে পড়ে। শাড়ি থেকে শুরু করে সালওয়ার কামিজ, কুর্তি এই দেশে নানা ভারতীয় পোশাকের সম্ভার লক্ষ্য করা যায়। আপনার পছন্দের পোশাক কোনটি শাড়ি নাকি কুর্তি? আপনি জানেন কি কুর্তা এবং কুর্তির মধ্যে বিস্তর পার্থক্য আছে(Difference between Kurta and Kurti)? আজকের প্রতিবেদনে সেটাই আলোচিত হবে। আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখান থেকেই।

Advertisements

আসলে কুর্তা ও কুর্তি দুটোই হলো ভারতীয় পোশাকের অবিচ্ছেদ্য অংশ। এই দুই ধরনের পোশাকে যে কাউকে লাগবে অপরূপ সুন্দর। নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এই পোশাকগুলির জুড়ি মেলা ভার। কিন্তু মানুষ অধিকাংশ সময়েই দোকানে কিনতে গিয়ে গুলিয়ে ফেলেন। কোনটা কুর্তি আর কোনটা কুর্তা এই দুইয়ের মধ্যে সঠিক পার্থক্য করতে পারেন না। ফলে কিছু সমস্যা তো অবশ্যই হয়। এই দুয়ের মধ্যে কিন্তু ফারাক বিস্তর! জানেন কী কী পার্থক্য রয়েছে কুর্তা আর কুর্তির(Difference between Kurta and Kurti)?

Advertisements

আজকের প্রতিবেদনটি মনযোগ সহকারে পড়লেই জানতে পারবেন কুর্তা এবং কুর্তির আসল পার্থক্য সম্পর্কে(Difference between Kurta and Kurti)। কুর্তা সাধারণত লম্বা হয় অর্থাৎ হাঁটু পর্যন্ত হয়। আবার অন্যদিকে কুর্তি লম্বায় ছোট হয়, বড়জোর কোমড় পর্যন্ত। দুই ধরনের পোশাক কিন্তু ভারতীয় ঐতিহ্যের প্রতীক।

Advertisements

কোন পোশাকটি কিসের সাথে পড়লে ভালো হবে সেটাই জানতে হবে আপনাকে। কুর্তা কিন্তু পরা হয় পায়জামা, চুড়িদার কিংবা ধুতির সঙ্গে। পাশাপাশি আপনি কুর্তি জিনস, পাতিয়ালা,পালাজো সব ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারবেন। আশা করি কিছুটা পার্থক্য (Difference between Kurta and Kurti)আপনি এতক্ষণে বুঝতে পারছেন। দোকানে কিনতে গেলে আপনি অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়ে।

আবার অন্যদিকে, কুর্তা হয় লম্বা এবং ঢিলেঢালা, এই পোশাক কিন্তু ফিটিংস-এর নয়। এতে আবার সাইডে স্লিট কাটা থাকে। আর কুর্তি হল কুর্তার সংক্ষিপ্ত সংস্করণ, এটি আসলে কিন্তু কম ঢিলেঢোলা এবং ফিটিংস-এ বানানো হয়। সাইডে স্লিট কাটা থাকে না। এই প্রতিবেদনে আপনি কুর্তা ও কুর্তি সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছেন। দোকানে যখনই এই ধরনের পোশাক কিনতে যাবেন আপনি দেখেই বুঝবেন কোনটা কি।

Advertisements