Driving tips in rain: একটু অমনোযোগী হলেই বিপদ! বর্ষাকালে গাড়ি চালানোর সময় মানতে হবে এই ৬ টিপস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Roads are waterlogged during monsoon, here are some important driving tips শুধু বঙ্গে নয় সারা দেশেই এখন বর্ষা ঢুকে গেছে। বর্ষাকাল মানেই রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকবে। এই সময় রাস্তা দিয়ে গাড়ি কিংবা বাইক চালানো সত্যি খুব কঠিন কাজ। নানারকম সমস্যা সম্মুখীন হতে হয় গাড়িচালকদের। আর আপনি যদি শহরে থাকেন তাহলে তো কথাই নেই, দেখতে পাবেন শহরের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এতটাই জলমগ্ন হয়ে থাকে যে গাড়ি চালাতে গেলি নানা বিপদের সম্মুখীন হতে হয়। সেই কারণেই বর্ষাকালে গাড়ি চালানোর সময় চালকদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত (Driving tips in rain)।

Advertisements

প্রয়োজনীয় কিছু টিপস (Driving tips in rain)অবশ্যই সবাইকে পালন করতে হবে। সেই বিষয়গুলি এই প্রতিবেদনটিতে তুলে ধরা হলো। রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যদি কোনো কারণে আটকে যান, তাহলে গাড়ির ইঞ্জিন এবং এয়ারকন্ডিশন সবার আগে বন্ধ করে দেবেন। গাড়ির মধ্যে বসে কখনোই অপেক্ষা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি থেকে বেরিয়ে আসুন। এছাড়া যদি আপনার গাড়ি জলের মধ্যে আটকে পড়ে, তাহলে আপনার প্রথম কাজ হল ব্যাটারির কানেকশন কেটে দেওয়া। এই কাজটি করলেই আপনার গাড়ির ইলেকট্রিক্যাল জিনিসগুলো সহজে নষ্ট হবে না।

Advertisements

আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় (Driving tips in rain) সব সময় মাথায় রাখতে হবে, জলমগ্ন রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিন কখনোই স্টার্ট করবেন না। যদি জোর করে ইঞ্জিন স্টার্ট করতে চান তাহলে ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। যদি মনে করেন ইঞ্জিনে কোন কারনে জল ঢুকে যাচ্ছে তাহলে সাথে সাথে ইঞ্জিনটি বন্ধ করুন। গাড়ি থেকে যেভাবে পারুন ঠেলে নিয়ে গিয়ে শুকনো জায়গায় নিয়ে যান।

Advertisements

কয়েক ঘন্টা টানা বৃষ্টি হওয়ার পর বিভিন্ন রাস্তাতেই জল জমে যায়। গাড়ি চালানোর সময় আপনি মাথায় রাখবেন (Driving tips in rain) জলমগ্ন রাস্তা আপনাকে এড়িয়ে চলতে হবে। বড় গাড়ি সহজেই জলমগ্ন রাস্তা পেরিয়ে চলে যেতে পারে, কিন্তু সমস্যা সৃষ্টি হয় ছোট গাড়ির ক্ষেত্রে। তাই জলমগ্ন রাস্তায় যাতে গাড়ি চালাতে না হয় তার জন্য অবশ্যই ফলো করুন গুগল ম্যাপ এবং ট্রাফিক আপডেট। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় জলের চাপে গাড়ির দরজা খুলতে চায় না। সেক্ষেত্রে একদম প্যানিক করবেন না দুই পার সাহায্যে জোরে ঠেলা দিয়ে দরজা খোলার চেষ্টা করুন। তাতেও যদি সফল না হন তাহলে কোন ভোতা জিনিস দিয়ে জানলার কাঁচ ভাঙার চেষ্টা করুন কিন্তু উইন্ডোজ স্ক্রিনটি ভাঙবেন না।

অনেক সময় গাড়ি চালাতে গিয়ে জলমগ্ন রাস্তা দিয়েও যেতে হয়। সেক্ষেত্রে গাড়ি চালানো বন্ধ করবেন না, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলুন। অ্যাকসেলারেটরে পা দেবেন না, চেষ্টা করবেন যতটা সম্ভব ব্রেক না করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আপনি যদি কোনো কারণে দাঁড়িয়ে পড়েন তাহলেই দেখবেন গাড়ির বিভিন্ন অংশে জল ঢুকে পড়ছে। জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় আপনাকে কম গিয়ারে গাড়ি চালাতে হবে। জলের মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় সব সময় যদি প্রথম গিয়ারে গাড়ি চালান তাহলে গাড়ির উপর চাপ অনেক কম পড়বে। আর যদি তৃতীয় গিয়ারে গাড়ি চালান তাহলে মাছ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা অনেক বেশি থাকবে।

Advertisements