Gold-Silver Cleaning Tips: বাড়িতে বসে সহজেই নতুনের মত করে ফেলুন পুরনো সোনা, রুপো, জানুন পদ্ধতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Gold-Silver Cleaning Tips: বর্তমানের সোনা এবং রুপো দুটোরই বাজার মূল্য অনেকটাই বেশি। দুটি সম্পূর্ণ আলাদা ধাতু কিন্তু দুটি ধাতুর চাহিদাই মানুষের কাছে অনেক। সাধারণত গয়না তৈরীর ক্ষেত্রে এই দুটি ধাতুর উল্লেখযোগ্য অবদান রয়েছে। রুপোর থেকে সোনার বাজারদর বেশি হলেও প্রতিনিয়ত ব্যবহারের জন্য মানুষ সোনার পাশাপাশি রুপোর গয়নাও ব্যবহার করে থাকে। যে গয়না প্রতিনিয়ত ব্যবহার করা হয় তার জেল্লা নতুনের মত কখনোই থাকে না। আজকের এই প্রতিবেদনে এমন কিছু টিপস দেওয়া হবে যাতে বাড়িতে বসে সহজেই সোনা এবং রুপোর দু’রকম গয়নাই পরিষ্কার করতে পারবেন।

Advertisements

সাধারণত প্রতিদিনকার ব্যবহৃত গয়না পুরনো জেল্লা হারিয়ে ফেলে, দোকানে নিয়ে প্রতিবার তা পরিষ্কার করতে গেলে খরচ পড়ে অনেক এবং পাশাপাশি ঝামেলাও পোহাতে হয়। তাই বাড়িতে বসেই যদি এই কাজটি করা যায় তাহলে কেমন হয়? সোনা এবং রুপো যেহেতু আলাদা ধাতু তাই স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, সোনা বা রুপো দিয়ে তৈরি গয়না বাড়িতে পরিষ্কার করার পদ্ধতি (Gold-Silver Cleaning Tips) এক হবে কেন? বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনে।

Advertisements

লক্ষ্য করে দেখবেন দীর্ঘদিন ধরে ব্যবহার করা গয়না ঘাম, দেহের ময়লা, রাসায়নিক কিংবা আর্দ্রতার জন্য নতুনের মত দেখতে লাগে না। সেটাই তো স্বাভাবিক, কোনো জিনিস চিরকাল নতুন থাকে না। আবার সেই পুরনো দেখতে গয়না পরতে ইচ্ছা করে না। তাহলে কি করা যায়? দোকানে নিয়ে গেলে রাসায়নিক দ্রবণে গয়নাগুলি ভিজিয়ে রাখলে তা ক্ষয়েও যায়। তাই বাড়িতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে সোনা, রুপোর গয়না পরিষ্কার করে ফেলুন। সোনা এবং রুপোর গয়না কি দিয়ে পরিষ্কার করবেন সেটা জেনে নেওয়া দরকার। এমন তিনটি দ্রবণ তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই যা দিয়ে নিমেষেই সেই উঠে যাবে সমস্ত ময়লা। জেনে নিন সেগুলি (Gold-Silver Cleaning Tips) কী কী?

Advertisements

আরো পড়ুন: কবে থেকে টাই পরা শুরু হয়, কী তার ইতিহাস! জানেন না ৯০% মানুষ

তরল সাবান

সোনা এবং রুপোর গয়না পরিষ্কার করতে তরল সাবান খুবই কার্যকরী (Gold-Silver Cleaning Tips)। ঈষদুষ্ণ জলে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে নিন। তারপর পনেরো মিনিট ওই দ্রবণে গয়না ভিজিয়ে রাখুন। তারপর ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে ফেলুন। এরপর শুকনো, সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন। গয়না হয়ে যাবে একেবারে নতুন।

আরো পড়ুন: পরিবারের কারো সাথে মিলছে না সন্তানের মুখ; কারণ জানতে উৎসুক বাবা করালেন ডিএনএ টেস্ট

মাজন

যারা রুপোর গয়না ব্যবহার করেন তারা সেগুলো পরিষ্কার করার জন্য মাজন ব্যবহার করেন। রুপোর গয়নার পাশাপাশি সোনার গয়না পরিষ্কার করতে এটি কাজে লাগে। গয়নায় মাজন মাখিয়ে মিনিট দুয়েক অপেক্ষা করুন। তার পর ঈষদুষ্ণ জলে তা ভিজিয়ে রাখুন আরও মিনিট দশেক। ব্রাশ দিয়ে হালকাভাবে ঘষে ফেলুন। সবশেষে শুকনো, সুতির কাপড় দিয়ে মুছে নিন।

গরম জল

সোনা এবং রুপোর গয়না পরিষ্কার করতে প্রথমে একটি পাত্রে ঈষদুষ্ণ জল নিন। গয়নাগুলো ১০ মিনিট মতো ভিজিয়ে রাখুন সেই জলে। তার পর নরম ব্রিসল্‌সের ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিন। সোনা কিংবা রুপো, যেই গয়নাই হোক পরিষ্কার হয়ে যাবে নিমেষেই (Gold-Silver Cleaning Tips)।

Advertisements