Smart Electric Meter: মিটারের গায়ে থাকা লাল আলোর জন্যও দিতে হয় বিল, জেনে নিন কত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know some unknown information about Smart Electric Meter: মধ্যবিত্ত মানুষদের কাছে প্রতি মাসের ইলেকট্রিক বিলটি অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বর্তমানে আবার প্রতিটি বাড়িতেই প্রায় রয়েছে স্মার্ট ইলেকট্রিক মিটার (Smart Electric Meter)। সাধারণ মানুষের ধারণা অনুসারে ইলেকট্রিক মিটারে সাধারণত একটু বেশি বিল আসে। স্মার্ট মিটার অন থাকলেই আবার এই মিটারের গায়ে জ্বলে থাকে একটি লাল আলো। এই লাল আলো জ্বলে থাকার অর্থ হল ইলেকট্রিক স্মার্ট মিটারটি ঠিক ভাবে কাজ করছে।

Advertisements

আগেকার দিনে মূলত বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে ধরনের মিটার থাকতো, তাতে কোনো আলো জ্বলতো না। সেই পুরোনো মিটারটি কার্যকর থাকলে তার মধ্যে একটি চাকা ঘূর্ণায়মান অবস্থায় থাকতো। তবে বেশ কয়েক বছর আগে এই পুরনো মিটার গুলি বাতিল করে বাড়ি বাড়ি ইলেকট্রিক স্মার্ট মিটারের (Smart Electric Meter) মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। স্মার্ট মিটারেই সারাক্ষণ জ্বলতে থাকে লাল আলোটি। এই আলোটি নিভে গেলে মিটারটি সারাই এর ব্যবস্থা করতে হয়।

Advertisements

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলেকট্রিক স্মার্ট মিটারের মধ্যে এই লাল আলোটি জ্বললে তার জন্যও খরচ হয় বিদ্যুৎ। আর এই অতিরিক্ত বিদ্যুৎ বিলটি বিদ্যুৎ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের কাছ থেকেই আদায় করা হয়। এখানেই গ্রাহকদের মনে প্রশ্ন সৃষ্টি হয় যে মিটার বাক্সে জ্বলতে থাকা এই লাল আলোটির জন্য ঠিক কতটা পরিমাণ বেশি বিদ্যুতের বিল দিতে হয়।

Advertisements

আরও পড়ুন ? Tips to save electricity: ইলেকট্রিক বিল দিতে দিতে গায়ের লোম উঠে যাচ্ছে! কমিয়ে ফেলুন এই ৭ উপায়ে

হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে ইলেকট্রিক স্মার্ট মিটার (Smart Electric Meter) ব্যবহারকারীদের মিটার বক্সের মধ্যে জ্বলতে থাকা লাল আলোটির জন্য সারা মাসে খরচ হয় ১ ইউনিটের মত বিদ্যুৎ। বর্তমান বাজার মূল্য অনুসারে ১ ইউনিট বিদ্যুতের দাম মোটামুটি ৮ টাকার আশেপাশে। ফলে প্রতি মাসে আপনার বাড়ির ইলেকট্রিক মিটারে জ্বলতে থাকা এই লাল আলোটির জন্য আপনাকে এক ইউনিট বিদ্যুতের দাম দিতে হয়।

বর্তমানে অধিকাংশ মানুষের বাড়িতেই লাগানো রয়েছে এই স্মার্ট ইলেকট্রিক মিটার (Smart Electric Meter)। ফলে প্রতিটি বাড়ির মানুষকেই তাদের বাড়িতে লাগানো থাকা মিটার বক্স পিছু এক ইউনিট বিদ্যুতের চার্জ অতিরিক্ত দিতে হয়। আর ভাবেই সারা দেশের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা অতিরিক্ত আয় করে বিদ্যুৎ সংস্থা গুলি।

Advertisements