Celling Fan Cleaning Hacks: খালি প্লাস্টিকের বোতল দিয়ে সিলিং ফ্যান পরিষ্কার! অবাক লাগছে? ভিডিওতে দেখুন

Know some useful Celling Fan Cleaning Hacks: এখন শীতকাল এসে পড়েছে। লেপ কম্বল বের করার সময় আসন্ন। আর তাই ফ্যানগুলি তুলে রাখা প্রয়োজন। কিন্তু পরিস্কার না করে তো আর তুলে রাখা যায় না? তাছাড়াও অন্য সময়েও বাড়ির ফ্যান কিভাবে পরিষ্কার করবেন এই চিন্তা সব গৃহিণীদের মাথায় ঘুরপাক করে। সিলিং ফ্যান পরিষ্কার করা সত্যি বড় ঝামেলার। কিন্তু আমাদের এই কঠিন কাজটি করতেই হয়। আজকের প্রতিবেদনে আপনারা জেনে নিন ফ্যান পরিষ্কার করার (Celling Fan Cleaning Hacks) কিছু সহজ উপায় সম্পর্কে। এই পদ্ধতি যদি আপনি ঠিকমতো পালন করেন তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি আপনার বাড়ির ফ্যান একেবারে ঝাঁ চকচকে হয়ে গেছে।

বাড়ির সিলিং ফ্যান আমাদের হাতের নাগালের বাইরে থাকে অর্থাৎ অনেক উপরে থাকে। তাই মই কিংবা উঁচু কিছুর সাহায্য নেওয়া একান্ত প্রয়োজনীয়। কিন্তু আপনি যদি এই প্রতিবেদনে দেওয়া টিপস ফলো করেন তাহলে কোনরকম ঝামেলা আপনাকে পোহাতে হবেনা। ফ্যান পরিষ্কার করতে (Celling Fan Cleaning Hacks) খালি প্লাস্টিকের বোতল খুবই কার্যকরী।

নিশ্চয়ই ভাবছেন এও কি সম্ভব? প্লাস্টিকের খালি বোতল তাও নাকি ফ্যান পরিষ্কার করতে (Celling Fan Cleaning Hacks) কাজে লাগে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার জেনে নিই কিভাবে খালি বোতলের মাধ্যমে ফ্যান পরিষ্কার করা যায়। আপনার পুরনো ফ্যান একেবারে নতুনের মত হয়ে যাবে।

আরও পড়ুন 👉 সিলিং ফ্যানের নিয়মে বদল! সামনে বছর থেকে না মানলে ৫ লক্ষ টাকা জরিমানা

প্রথমে সাইজে বড় একটি বোতল দুই পাশ থেকে তিন আঙ্গুল মাপ নিয়ে ডিজাইন করতে হবে। এবার ওই বোতলটিকে মাঝখান দিয়ে মাপ করে কেটে নিতে হবে। ছোট একটি প্লাস্টিকের খালি বোতল নিয়ে কেটে শুধু মুখের দিকটি কেটে বড় বোতলটির মধ্যে কায়দা করে ঢুকাতে হবে। এবার নিতে হবে দুটি সুতির কাপড়, যা ভাঁজ করে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে বোতলটির সাথে। দুইপাশে দড়ির সাহায্যে বেঁধে ফেলতে হবে।

ছোট বোতলটির ছিপি খুলে সেই জায়গায় লাগাতে হবে পর্দার স্ট্যান্ড, যা আমাদের সবার ঘরেই থাকে। বোতলের মাঝের যে কাটা অংশটি আছে তার দ্বারা আপনাকে সিলিং ফ্যান পরিষ্কার করতে হবে এবং দেখবেন খুব সহজেই আপনি এই কাজটি করতে পারছেন যার জন্য কোনো মই কিংবা টুলের আর দরকার হচ্ছেনা। কম খরচে এমন দুর্দান্ত পদ্ধতি আর হয়না। যখনই দেখবেন বাড়ির সিলিং ফ্যান নোংরা হয়েছে আপনি এইভাবেই তা পরিষ্কার করবেন।